আমাদের কথা খুঁজে নিন

   

প্রধাণ মন্ত্রী (জগাই ১১তম পর্ব)

প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা। প্রধাণ মন্ত্রী (জগাই ১১তম পর্ব) -পাগলা জাঈদ মন্ত্রী যেমন, গাধাও তেমন চোরের বাপ, কি ছল ? ধ্যাত্তেরি ছাই, ঢোলক বাঁজাই আর কি আছে বল। বলেন তিনি, সস্তা এত বিদ্যুৎ নাই আর, এদিকে ভাই, লোড শেডিং এ অংগ, জারে জার। রোহিংগা তে এলার্জি তায় আমার কি যায় আসে, বলি বুবু রোজ মরি যে পাই না কারো পাশে। আমার পিঠে তোমার বোঝা টাকা কিংবা বোম, আমি থাকি ফুটপাতে আর তোমার সোয়ান ফোম। মন্ত্রী তুমি তামাম দেশের আমি শালার কুলি, নিজের রক্ত বেচেই ভরি তোমার দলের ঝুলি। চাইনা বুবু তোমার মত জাতির পিতার মেয়ে, আমি বুঝি পেট ভরা চাই পাইনা খাবার চেয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।