মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
মীম ইফতারি আমার রুমে দিয়ে গেছে। তারপরই আজান দিল। ইফতারে হাত দিব তখনই মেজাজটা খারাপ হয়ে গেল। কোত্থেকে একটা তেলাপোকা জিলাপির উপর রাজকীয় ভঙ্গিতে বসে আছে! যেন তাকে আমি দাওয়াত দিয়ে এনেছি! আশ্চর্য আমার বোন যখন ইফতারির প্লেটটা দিয়ে গেল তখনও ওটা ছিল না, হঠাৎ ভেলকিবাজির মতো কোত্থেকে এলো? প্লেটটা ডাইনিং টেবিলে ফেরত পাঠালাম। নতুন করে আবার ইফতার এলো।
কিন্তু মেজাজ তখনও খারাপই আছে। বুঝছি না এই তেলাপোকাগুলোর সমস্যাটা কি? অদ্ভুত বিরক্তিকর একটা প্রাণী। আরেকটা শয়তান 'জন্তু' হচ্ছে মশা! পিপঁড়া সৃষ্টির রহস্য কিছুটা বুঝি কিন্তু তেলাপোকা ও মশা সৃষ্টির কারণ কি? ওদের নিধন আয়োজনে অনেকের কর্মসংস্থান হয়েছে বটে। এই দুটোকে নিয়ে আমার অনেক কাহিনী আছে। দুটোই আমার চির শত্রু।
তেলাপোকাকে গালি দিলাম কোন সমস্যা হবে না তো? হুমায়ুন আহমেদের 'পোকা' গল্পটা মনে পড়ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।