জীবিত আছি এই এখনো নিজের পিছে ঘুরে
বান্ধবী তোমার বক্ষবন্ধনীর দিকে আমি তাকিয়ে থাকি, বন্ধনীর প্রথম গেরো বড় তড়িৎ গতির তা থিতিয়ে মজবুত করা সহজতর নয় কিছু, তোর নিরবতা দিনকে দিন অর্থবহ হয়ে উঠলো আর সরস সুখের ভেতর পষ্ট বোঝা গেল অন্তর্দহন ইঞ্জিনে বালখিল্যতা চলেছেন পরপারে, দূরদেশে কোনো, আমি লুকিয়ে দেখে ফেললাম চৈত্রের ঝাপটার মতো কান্না, দারুণ দুর্লভ সেই কান্না তুলে নিলাম ওয়াইড এঙ্গেলে, এখনও তুলে রেখেছি তা, যেখানে খুঁজে পাই সকাল দুপুর আর বিকেলের নোনাসুখ...
আমি ভেজানো জানালা অথবা তার ছিদ্রপথে অধরাকে ধরি আত্মনিবেদিত কাকের মতো, আমি আমার একটি কাককে চিনি না এবং একটি প্রজাপতিকে ভুল চিনি, আমি যেকোন ছিদ্রপথে চোখ গলিয়ে আমাকে ঠিক ঠিক দেখে ফেলি...এখনও দেখতে পারি...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।