আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রিজের খেয়াল রাখুন



বহুদিন থেকে বলছিল "ফ্রিজটা দেখ ফ্রিজে পিপড়া উঠে কেন" আলসেমি করতে করতে পরশুদিন দেখলাম, সহজলভ্যতা অনুযায় ভিতরের বালব কভারের পর উপরে টপ খোলার জন্য দরজা খুলতে হল, কসরত এর পর [এক যায়গায় ফেটে গেছে] টপ টা খুলে দেখি লাখ খানেক পিপড়া অধ্যুষিত রাষ্ট্র, আনডা বাচ্চা রানি চাকরানি সহ বিশাল কর্ম যজ্ঞ। এরোসল কিনে এনে পরে ধ্বংস করা হল। কিছু যায়গায় শোলা ও খেয়ে ফেলেছে, যতটুকু করা যায় প্রতিস্থাপন করে মাসকিঙ টেপ দিয়ে সিল করে পরে আবার বনধ করেছি। আগে করলে ক্ষয় ক্ষতিটা কমান যেত। এর আগে বাসা বদলের সময় আনাড়ি লোকজন ফ্রিজ চিত করে ফেলেছছিল যার রেজাল্টে ২০/৩০ দিনের মধ্যে কম্প্রসর ডাউন। ফ্রিজ মুভ বা সিড়ি দিয়ে আপডাউনের সময় দরজা খোলার পাশের দিকে মানে ডান দিকে ৩০-৪৫ ডিগ্রি পর্যন্ত কাত করা যায়েয এর বেশি বা ব্যতিক্রম হলে নতুন কমপ্রেসর কিনে নিবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।