জীবিত আছি এই এখনো নিজের পিছে ঘুরে
মহড়া চলছে দ্যাখো রোদহীন বিছানা ও বালিশের নিচে
যুবুথুবু কাক এক নারকোল ডালে বসে দেখছে সেসব
কথাযন্ত্র মোবাইল যেই রাতে সাজছে পুরুষ,
নিত্যের মাতাল যেন ঝড়ো সুখ হয়ে আসে প্রতিদিনই
উড়ে যায় অন্ধকার সিদ্ধেশ্বরীর এক শ সাতে
কয়লার গাড়ি তবু দমকা বাতাস হাতে
আমাকে পড়িয়ে যায় পাখিপদ্য, পাখিদের পদ্য
যেন শীতল আগুন মেখে রাখি গায়ে
রোজ রাতে জানালায় অর্ধনগ্ন এক ধূমপায়ী
পান করে শুয়ে বসে অন্ধকারে লাল হয়ে ওঠা মেঘমালা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।