শনিবার সন্ধ্যায় সাহিত্যবিষয়ক পত্রিকা ঋগ্বেদের আয়োজনে গুলশান ক্লাবে অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, আপেল মাহমুদ, সাহিত্যিক শাহজাহান কিবরিয়া এবং কবি ও গীতিকার ফরিদা হোসেন।
নুসরাত স্বাতী গ্লিটজকে জানান, ‘ব্রজের বাঁশি’ অ্যালবামে নজরুলসংগীতের মূল সুর ও বাণীর বিশুদ্ধতা বজায় রেখে উপমহাদেশীয় শাস্ত্রীয়সংগীতের সঙ্গে পাশ্চাত্য যন্ত্রানুষঙ্গের ফিউশন করা হয়েছে।
ব্রজমোহন শ্রীকৃষ্ণের প্রেম পূজারী ভক্ত মীরা বাঈ রচিত এই ভজন স্বাতীর প্রয়াত ওস্তাদজি সগীর উদ্দীন খাঁ সাহেবের সুরারোপিত। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে অ্যালবামের নাম ও থিমের সঙ্গে মিল রেখে গানটি এই সংকলনে সন্নিবেশিত হয়েছে।
গতানুগতিক ছক ভেঙ্গে প্রতিটি পরিবেশনা আলাদা ঢঙ্গে সাজানোর চেষ্টা করেছেন বলে দাবী করেছেন শিল্পী।
মূলত “তরুণ প্রজন্মের কাছে নজরুলসংগীত ও মীরাভজনকে পৌঁছে দিতে” চেয়েছেন তিনি। স্বাতী বলেন, “ভবিষ্যতে মীরাভজন নিয়ে আলাদা অ্যালবাম করব। ”
অ্যালবামে ৮টি নজরুলসংগীত ও ১টি মীরাভজন অন্তর্ভুক্ত করা হয়েছে। নজরুলের গানগুলো রাগ প্রধান, হোলি পর্ব, ভজন, কাব্যগীতি ও নজরুলের সৃষ্ট রাগ বেণুকা পর্যায় থেকে নেওয়া হয়েছে।
অ্যালবামের গানগুলোর শিরোনাম হল ‘কাবেরী নদী জলে’, ‘ব্রজ-গোপী খেলে হোরি’, ‘খেলিছ এ বিশ্ব লয়ে’, ‘বেণুকা ও কে বাজায় মহুয়া বনে’, ‘না মিটিতে সাধ মোর’, ‘মোমের পুতুল’, ‘নয়ন ভরা জল গো তোমার’, ‘সাখিরী দেখ তো বাগমে কামিনী’ এবং মীরাভজন ‘তোমহারে কারণ সব সুখ ছোড়া’।
অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন ও যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন শান্তনু। অ্যালবামটি বাজারে এনেছে ফাহিম মিউজিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।