রডোডেন্ড্রন
১.প্রহরী
অন্ধকারের গন্ধ পেয়ে
লুকিয়ে পড়ে কাচপোকা
বিধাতা বিভ্রান্ত হয়
বিভক্ত শূন্যতায়,
প্রজাপতির ছদ্মবেশে এগিয়ে আসে
রক্তচোষা বাদুড়েরা
সন্ত্রস্ত আলোর রাজত্বে
অসমাপ্ত থাকে আমার অহংকার।
জমাট বাঁধা রক্ত
আমার অবরুদ্ধ ধমণীতে
অনিয়মিত স্পন্দন
বিকল আমার হৃদযন্ত্রে
অপ্রকৃতিস্থ মহাশক্তি আর
জীবন্ত জীবাস্মের যুদ্ধ
আমি প্রহরী,আমি নির্বাক
আমি শৃঙ্খলিত দর্শক...
***************************
২.উপসংহার
সূর্যের ছায়ায় ঢাকা পড়েছি আমি
প্রস্তরীভূত হচ্ছে আমার রক্ত
আমি পরিনত হচ্ছি জীবাস্মে
দৃষ্টিদিগন্ত থেকে অনেক দূরে
অহিংস অশ্লীলতার
অদৃশ্য অশ্রু
অস্তিত্বের অস্থিতে
অস্থিরতা তোলে
বাষ্পবৃষ্টির তোড়ে
গ'লে পড়ছে আমার দু'চোখ
বিলীন হচ্ছি নশ্বর আমি
স্বচ্ছ প্রাচীরের ওপাশে...
*এ দু'টোই অনেক পুরোনো লেখা।২০০৪ এর শেষের দিকে।দুটোই ফিজিক্স ক্লাসে বসে লেখা।আমি আর আমার এক ফ্রেন্ড কম্পেটিশন দিয়ে লিখতাম।নতুন লেখা আসছে না কিছুদিন, তাই ভাবলাম পুরানোই সই।*
*আন্দালীব ভাইয়ের ব্লগপেইজে অস্থির ভেতরে অস্থিরতা দেখে আমি বলেছিলাম এই সেইম কথাটা আমার অনেক পুরোনো একটা লেখায় আছে।ওইসময়টায় আ্যলিটারেশান নিয়ে অনেক অবসেসড ছিলাম।*
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।