আমাদের কথা খুঁজে নিন

   

দ্রোহী

আমি তোমাকে কবিতা দিলাম, কষ্ট দিলাম। ontim@yahoo.com

যদি কোন প্লাবনে ভেসে যাই আমি কূল না পেয়ে পানিতে যদি আমি তলিয়ে যাই আমার কন্ঠ যদি চিরদিনের মত হারিয়ে যায় তোমার চোখে যদি চোখ আর রাখতে না পারি তবে ভুলে যেও না আমায়, আমি আবার আসব ফিরে-- মেঘ হয়ে উড়ে বৃষ্টি হয়ে তোমার কপালে পড়ব নতুবা ভোরের শিশির হয়ে তোমার চিকুর অথবা অক্ষির পাতায় জমে থাকব আমি। যদি এমন না হয় তবে সুনামি বা টর্নেডো হয়ে সবকিছু লন্ডভন্ড করে নতুন মহাপ্লাবন ঘটিয়ে বিস্তীর্ন পৃথিবীকে আমি সমভূমি বানিয়ে আবার বিচরন করব তোমার হৃদয় সমুদ্রের কোন এক দ্বীপে। যদি কোন দাবানলে পুড়ে যাই আমি দগ্ধ হয়ে যায় যদি আমার দেহ যদি এই হাতে তোমায় আর স্পর্শ না করতে পারি যদি তোমাকে ধরে আর না বলতে পারি " তোমার আছি, তোমার থাকব অনন্তকাল।" নবসপ্নে বিভোর হয়ো না তুমি আমি আবার আসব ফিরে-- সূর্য হয়ে প্রখর তাপে তোমাকে আলিঙ্গন করব নতুবা বাস্প হয়ে মৃদু উত্তাপে শিহরিত করব তোমায় সর্বক্ষন অথবা গরম হাওয়ায় শুকনো করে ফেলব তোমার ভিজা চুল। যদি এমন না হয় তবে এসিড বৃষ্টি হয়ে তুমি ব্যাতিত পৃথিবীর সমস্ত সৃষ্টিকে বিনষ্ট করে দিয়ে ভিসুভিয়াসের লালায় পৃথিবীকে মরুদ্যান বানিয়ে বিজলি হয়ে হুঙ্কার ডেকে যাব সারাক্ষন আর সপ্নিল দিনগুলোকে দূসর স্মৃতিতে পরিনত করে সর্বদা পুরতে থাকব তোমার মাঝে একান্তই আপনভাবে--------------অনল হয়ে। ( হাতে কোন কবিতা নাই তাই রিপোষ্ট)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.