আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম ব্লগ, ধন্যবাদ নন্দিনী



লিখতে ইচ্ছা করে অনেক কিছুই, লেখা হয় না। সেই অলসতা দিয়েই কাটিয়ে দেবার ইচ্ছা ছিলো। ভেবেছিলাম আগে সবার লেখা টেখা পড়ে টড়ে দেখবো, তারপরে না হয় কিছু একটা লেখা যাবে। সেই আশা পূরণ হলো না। কোথাও তো কোন কমেন্টস্ দেয়া যাচ্ছে না।

তাই কি আর করা, লিখলাম। মনে হয় কত কিছু নিয়ে লিখি। যা দেখি, চুপচাপ বসে এক কোনায়, যা বুঝি, এলোমেলো বুদ্ধি দিয়ে বা যুক্তি দিয়ে, সবকিছুই লিখি। নিজেরই তো ব্লগ, আমার ডায়েরী'র মতোই, লিখে ফেলবো নে এক সময়...। কমেন্টস্ দিতে চেয়েছিলাম নন্দিনী আর সাইফুল আকবর খান কে, তাদের সাবলীল লেখা আর লেখার ঢং কে।

দিতে তো পারলাম না তাই এখানে খুব নামী দামি লেখক দের উৎসর্গ পাতার বাণী'র মত করে বলে গেলুম, "ভালো লাগলো আপনার লেখা সাইফুল ভাই, আর নন্দিনী তোমারো লেখার এলেবেলে মিষ্টি ধরণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.