আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...
অনেকেই দেখি, ইমোটিকনপ্রধান পোস্ট দেন। বলা যায়, শব্দের চাইতে ইমোটিকন বেশি। আউলা নামের একজনকে দেখি, ২০-৩০টা ইমোটিকন ছাড়া পোস্টই লিখতে পারেন না। সত্যি বলতে কী, বহুদিন ধৈরা ব্লগাইলেও ইমোটিকনের ব্যাপারটা বুঝে উঠতে পারি নাই। বুঝতে চাইও নাই।
মনে করছি- ইমো ইউজ করার দরকারটা কী! এখনো সেই নিয়ত নিয়া আছি। কিন্তু জানার একটা আগ্রহ তৈরি হৈছে ইদানিংকালে। বুঝে না-বুঝেই অবশ্য আমি আগে একবার কিছু ইসলামিক ইমোটিকন তৈরি করেছিলাম।
যা হোক, ইমোটিকনের মধ্যে কয়েকটা চিনি, মানে বুঝতে পারি- প্রথম দুইটা আর রাগের ইমোটিকনটা। কিন্তু অন্যগুলার মানেটা ঠিক বুঝে উঠতে পারি নাই।
কেউ কি বলবেন, এইগুলা দিয়ে আসলে কী বোঝানো হয়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।