আমাদের কথা খুঁজে নিন

   

ইমোটিকনের ব্যাপারটা আসলে কী?

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

অনেকেই দেখি, ইমোটিকনপ্রধান পোস্ট দেন। বলা যায়, শব্দের চাইতে ইমোটিকন বেশি। আউলা নামের একজনকে দেখি, ২০-৩০টা ইমোটিকন ছাড়া পোস্টই লিখতে পারেন না। সত্যি বলতে কী, বহুদিন ধৈরা ব্লগাইলেও ইমোটিকনের ব্যাপারটা বুঝে উঠতে পারি নাই। বুঝতে চাইও নাই।

মনে করছি- ইমো ইউজ করার দরকারটা কী! এখনো সেই নিয়ত নিয়া আছি। কিন্তু জানার একটা আগ্রহ তৈরি হৈছে ইদানিংকালে। বুঝে না-বুঝেই অবশ্য আমি আগে একবার কিছু ইসলামিক ইমোটিকন তৈরি করেছিলাম। যা হোক, ইমোটিকনের মধ্যে কয়েকটা চিনি, মানে বুঝতে পারি- প্রথম দুইটা আর রাগের ইমোটিকনটা। কিন্তু অন্যগুলার মানেটা ঠিক বুঝে উঠতে পারি নাই।

কেউ কি বলবেন, এইগুলা দিয়ে আসলে কী বোঝানো হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।