আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।
ছোট কষ্ট, বড় কষ্ট,
তোমার দু চোখে ভিষন স্পষ্ট
ছোট অধ্যায়, বড় গল্প,
আমি শিখে গেছি অল্প সল্প।
তুমি বসে আছ মেঘের রাজ্যে,
আমি পৃথিবীতে ব্যাস্ত আজ যে;
তাই বুঝি তুমি রেগে আছ বেশ
তোমার দুচোখে আগুনের রেশ।
কি করে ধরব তোমার আচল?
আমার দুচোখে লবনের জল;
শেকলে বন্দি আমার দু হাত,
কখন কাটবে শীতার্ত রাত?
এ কবিতা জেনো আমি লিখিনাই,
আমি শুধু এর বাহক মাত্র।
যে ছেলেটা তোকে খুব ভালবাসে,
আমি তার স্কুলে নতুন ছাত্র।
সে শিখিয়েছে কি করে ছন্দ
বসিয়ে বসিয়ে পদ্দ লেখা;
আমার কবিতা আমার ছন্দ
ছেলেটার কাছে সদ্য শেখা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।