আমাদের কথা খুঁজে নিন

   

মনপুরা ও লালনসমগ্র: সেরা গান ও সেরা গানের প্রকাশনা

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে
আমি মোটেই সঙ্গীত বোদ্ধা নই। এমনকি আমার গলায় সুরও নাই। আমার আছে কান। আমি গান শুনি। পাঠক, শ্রোতা ও দর্শক হিসেবে আমি মোটামুটি হয়তো কোনো এক পর্যায়ে পড়ি।

জীবনে কত টাকায় না ব্যয় হয় গান, বই আর মুভি কিনতে। আমি আরও আরও কিনতে চাই। মনপুরা- আজকাল খুব শুনছিলাম মনপুরার কথা। গিয়াস উদ্দিন সেলিমের প্রথম চলচ্চিত্র। ছবি দেখবো মুক্তি পেলে।

এখন পাওয়া যাচ্ছে গানের অ্যালবাম। গানগুলো মুগ্ধ করেছে। কৃঞ্চকলি, অর্ণব, চন্দনা মজুমদার ভাল গায় সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। তবে নতুন চমক অভিনেতা ফজলুর রহমান বাবু। নিধুয়া পাথারে গানটা শুনে যে কেউ চমকে উঠতে বাধ্য।

দ্বিতীয় চমক যাও পাখী বলো তারে গানটি। চন্দনা ও কৃঞ্চকলি গেয়েছেন। কৃঞ্চকলির লেখা ও সুর। দুজনেই এত অসাধারণ গেয়েছে যে বার বার শুনতে ইচ্ছা করে। কথাগুলো খুব সাধারণ, সহজ সরল।

কিন্তু শুনতে ভাল লাগে। মমতাজ গায়- আগে যদি জানতাম বন্ধু, তুমি হইবা পর ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। কিংবা সোনারও পালঙ্ক ঘরে- লিখে রেখেছিলাম দ্বারে যাও পাখি বলো তারে-সে যেনো ভোলে না মোরে সুখে থেকো, ভাল থেকো-মনে রেখো এই আমারে। (চন্দনা ও কৃঞ্চকলি)। যারা একটু ভিন্ন ধরণের গান পছন্দ করেন তাদের ভাল লাগবে মনপুরা।

কেহ লইলো আতর লোবান, কেহ লইলো জল। কেহ লইলো বড়ই পাতা, কেহ লইলো পরীরে। সোনাই হায় হায় রে। । ফুল কান্দে, পাখি কান্দে কান্দে গাঙের পাড়।

কান্দে আকাল দিয়া সোনাই হইল যারে যার। সোনাই হায় হায়রে। । বাবায় দিল কন্যারে কাঁধ শ্বশুর দিল মাটি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর মাটি ছুঁয়ে খাটি। সোনাই হায় হায়রে।

। নিধুয়া পাথারে নিথুয়া পাথারে, নেমেছি বন্ধুরে ধর বন্ধু আমার কেহ নাই। । ধর বন্ধু আমার কেহ নাই তোলো বন্ধু আমার কেহ নাই। চিকণও ধুতিখানি পরিতে না জানি না জানি বান্ধিতে কেশ।

। না জানি বান্ধিতে কেশ। । অল্পবয়সে পিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। ।

হয়ে গেল জীবনের শেষ। । প্রেমেরও মুড়ালি বাজাতে নাহি জানি না পারি বান্ধিতে সুর। । না পারি বান্ধিতে সুর।

। লালনসমগ্র লালনসমগ্র আমার কাছে ২০০৮ সালের সেরা প্রকাশনা মনে হয়। যাবতীয় লালন এক মলাটে। কী নেই এখানে? লালনের সব গান, লালন নিয়ে যত লেখা, স্বরলিপি, লালনের গান অন্য ভাষায় যতগুলো অনুবাদ হয়েছে-সব আছে এখানে। সাথে আছে লালনের আখড়াই ঘরানার আদি সুরের একটি দুর্লভ গানের সিডি।

লালনসমগ্রর সংগ্রহ, গবেষণা, ভূমিকা ও সম্পাদনার কাজটি আবুল আহসান চৌধুরীর। দীর্ঘ ১০ বছরের চেষ্টার ফল এই লালনসমগ্র। ১১৩৬ পৃষ্ঠার বই এটি, প্রকাশক পাঠক সমাবেশ। মূল্য ১৪৯৫ টাকা। যারা গান এবং লালন পছন্দ করেন তাদের সংগ্রহে এটি থাকতেই হবে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।