নিধুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই।
চিকন ধুতিখানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কেশ।
না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ।
অল্প বয়সে পিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ
হয়ে গেল জীবনের শেষ ,হয়ে গেল জীবনের শেষ।
প্রেমের মুরালী বাজাতে নাহি জানি, না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর,না পারি বান্ধিতে সুর।
নিধুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।