আমাদের কথা খুঁজে নিন

   

আয় করুন সহজ উপায়ে সহযে

Online earn by easy way আজ আমি আপনাদের এমন একটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনারা খুব সহজে অল্প সময়ে কিছু ডলার আয় করতে পারবেন। আর তা ক্যাশ করতে পারবেন PayPal বা Payza এর মাধ্যমে বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংক এর মাধ্যমে। চলুন আর কথা না বাড়িয়ে পরিচিত হই সেই ওয়েবসাইট এর সাথে। এটি একটি সার্ভে সাইট। এই সাইটে রেজিস্ট্রেশন করে মাত্র কয়েকটি সার্ভে করে প্রথম দিনেই পারেন ২ থেকে ৩ ডলার আয় করতে।

আমি প্রথম দিন $2.70 পেয়েছি। প্রথমে এই লিংক–এ(দু্ঃখিত লিংকটি নিচে Comment box এ দেয়া হল)
করে রেজিস্ট্রেশন ফ্রি করে নিন।
তারপর দেখতে পাবেন ঐ ওয়েবসাইটে কিছু সার্ভে দেয়া আছে। এখানে প্রত্যেকটি সার্ভের জন্য আপনাকে দেয়া হবে $0.30।
সার্ভে করার নিয়ম হচ্ছে, ওই সার্ভেতে ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে।

সেখানে আপনার ইচ্ছা মত কমপক্ষে ২ বাক্যের একটি কমেন্ট করতে হবে। যেমনঃ- “This is a wonderful website. I like it.” । তারপর Submit Review বাটনে ক্লিক করলেই আপনার একাউন্টে $0.30 জমা হবে.
তবে খেয়াল রাখবেন কোন আজেবাজে বা অর্থহীন কমেন্ট করবেন না। এতে একাউন্ট ব্লক হতে পারে। প্রথম দিনেই আপনি ২ থেকে ৩ ডলার আয় করতে পারবেন।

এভাবে আপনি প্রতিদিন কিছু কিছু সহজ কাজ করে আয় করতে পারেন। তাছাড়া এখানে রেফারেল ইনকাম ও কিছু বোনাস অফারতো আছেই। ট্রিক্সঃ দ্রুত $টাকা$ আয় করার পদ্ধতি হলো রেফারেল সংগ্রহ করা। আপনার রেফারেল লিংক-টি বিভিন্ন অনলাইন মাধ্যমে (ফেসবুক, ব্লগ সাইট, ইত্যাদি…) প্রচার করে রেফারেল বাড়িয়ে দ্রুত আয় করতে পারেন। বি.দ্রঃ ১টি কম্পিউটার বা IP থেকে শুধু ১টি একাউন্ট খুলতে পারবেন!!! _সমস্যা_!!!??! ভয় পাবেননা।

এখানেও ১টি সমাধান আছে। আপনি যেকোন ১টি IP changer বা প্রক্সি সফটওয়্যার ব্যাবহার করে প্রত্যেকবার আলাদা আলাদা IP ব্যাবহার করে অনেকগুলো একাউন্ট খুলতে পারেন ১টি কম্পিউটার থেকেই। শুধুমাত্র একাউন্ট খোলার সময় IP change করলেই হবে। Login করার সময় চেঞ্জ করার দরকার নেই। আর সব চেয়ে ভাল হয় মোবাইল এ সাইন আপ করলে মোবাইল এ করলে কোন IP BLOCK দেখায় না।

আমি ২য় পদ্ধতি ব্যাবহার করে দ্রুত $$টাকা$$ ক্যাশ করতে পেরেছি। এবার আপনার পালা। কিভাবে টাকা ক্যাশ করবেনঃ এর জন্য আপনার অবশ্যই PayPal বা Payza একাউন্ট থাকতে হবে। যদি না থাকে তবেকরে একটি খুলে নিন। কারন বাংলাদেশের জন্য Payza ই সবচেয়ে ভাল।

তারপর যখন আপনার একাউন্টে মিনিমাম $15 জমা হবে তখন আপনি ওই টাকা Payza তে ট্রান্সফার করে বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংক এ ক্যাশ করতে পারবেন। আশা করি বাকিটুকু আপনারা এমনিতেই পারবেন। আমি নিজে টাকা ক্যাশ করতে পেরেছি। তাই আপনাদেরও সেই সুযোগ করে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াশ। সবাই ভাল থাকবেন আর কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

***ধন্যবাদ***

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।