বিভিন্ন অভিযোগে সভাপতির অনাস্থা এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব থেকে মঙ্গলবার (৯ সেেপ্টম্বর) জাতীয়, স্থানীয় দৈনিক ও বার্তা সংস্থার ১৯ জন সাংবাদিক পদত্যাগ করেছেন।
তাদের পদত্যাগপত্রে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্ত লঙ্ঘন এবং বিভিন্ন কাজে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন না করা অভিযোগ আনা হয়েছে।
পদত্যাগকারীরা হলেন- আবু কালাম রতন (ডেইলি স্টার), কুদরাত-ই-খুদা বাবু (প্রথম আলো), জোহায়ের ইবনে কলিম (যুগান্তর), সিরাজুল ইসলাম (মানবজমিন/সাপ্তাহিক), তুহিনুল ইসলাম তুহিন (ইত্তেফাক), ইসমাইল হোসেন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), শহীদুল ইসলাম (জনকণ্ঠ), আতিকুর রহমান তমাল (আমার দেশ), হোজ্জাতুল ইসলাম সোহাগ (আমাদের সময়), ইব্রাহিম (দৈনিক শক্তি), সায়েম সাবু (সোনালী সংবাদ), মামুন আব্দুল কাইউম (দি ইন্ডিপেন্ডেন্ট), এএম জাহিদ (নিউজ টুডে), আসাদুর রহমান (সানশাইন), সোহেল রানা (দি নিউ নেশন), সাইফুর রহমান (এসএনএনবিডি), জসীম উদ্দিন (আমাদের কণ্ঠ), লুৎফর রহমান (আবাস) ও এনায়েত করিম (বাংলাদেশ সময়)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।