আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো চিন্তা: সভ্যতা অসভ্যতা

আ মা র আ মি

সেই যে, যেদিন মানুষ আগুন আবিস্কার করেছিলো, খাবার খেতে শুরু করেছিলো আগুনে ঝলসে, সবাই নিশ্চয়ই খুব খুশি হয়েছিলো, আরাম আর তৃপ্তি পেয়েছিলো অনেক। কিন্তু তার আগে কি মানুষ অসুখি ছিলো। না হয় কষ্ট করে খেতে হতো কাঁচা মাংশ, যা মনে করলেই এই সভ্যতার যুগে আমাদের ঘৃনাই লাগার কথা। কিন্তু তারাও ছিলো মানুষ, যাদের উত্তরসূরি এই আমরা। আমার মাঝে মাঝে মনেহয়, জানি একেবারেই অবান্তর চিন্তা, এ সভ্যতা না এলে কি হতো।

হু, জীবনটা অনেক সহজ আজ, দিনে দিনে আরও বেশী সহজ হবে, কিন্তু মানুষ হিসাবে আমরা প্রতিনিয়তই দূর্বল হয়ে যাচ্ছি। আমাদের লড়াই করার শক্তি, আগ্রহ সবই কমে যাচ্ছে প্রতিদিন। প্রকৃতিকে আমরা জয় করেছি অনেকাংশে, কিন্তু তা আমাদের শক্তি দিয়ে নয়, আমাদের বুদ্ধি দিয়ে কিছু যান্তিক উপায়ে। আমরা প্রকৃতিরই একটা অংশ। কিন্তু সে প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করছি প্রকৃতির শত্রু যন্ত্রের মাধ্যমে, আর নিজেদের শক্তি হারিয়ে আমরা হয়ে পড়ছি যন্ত্র নির্ভর।

শারিরীক প্রতিরোধ ক্ষমতা হারিয়ে হয়ে যাচ্ছি ওষুধ নির্ভর। এ সভ্যতা আর ভাল্লাগছে না আমার, অসভ্য সময়ে জন্মালেই বোধহয় ভালো লাগতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।