আমাদের কথা খুঁজে নিন

   

এস.এস.সির রেজাল্ট এখনও পাইনি, এইচ.এস.সির রেজাল্ট কবে পাব ?

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

আজ এইচ.এস.সির রেজাল্ট হবে। যারা পরীক্ষার্থী তাদের চেয়ে তাদের অনেক অভিভাবক বেশি ভয়ে আছেন। কী হবে ? বিকাল হতেই হুড়োহুড়ি পড়ে যাবে কলেজে কলেজে। কেউ হাসবেন, কেউ কাঁদবেন। কেউ বা আত্মহত্যা করবেন।

তবে ইদানিং প্রযুক্তির কল্যাণে আমরা অনলাইনে বা মোবাইল এস.এম.এস সার্ভিসের মাধ্যমে পরীক্ষার ফলাফল পাচ্ছি। আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ প্রতিটি পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকে। তাদের রেজাল্ট জানতে ইচ্ছে করে। মাস তিনেক আগে এস.এস.সি রেজাল্ট হল। আমার দু ভাগনে পরীক্ষার্থী।

পত্রিকায় দেখলাম বিজ্ঞাপন। বোর্ডের কোড নাম্বার ও রোল নাম্বার লিখে ৪৬৩৬ নাম্বারে পাঠিয়ে দিলেই ফিরতি এস.এম.এস এ রেজাল্ট। ২৬-০৬-০৮ তারিখে দুপুর ২টা ৫৬ মিনিট ১২ সেকেন্ড সময়ে প্রথম এস.এম.এস টি পাঠাই। অপেক্ষায় থাকি ফিরতি এস.এম.এস এর জন্য। দীর্ঘ অপেক্ষার পর বিকেল ৫টা ১১ মিনিট ২০ সেকেণ্ড সময়ে আবারও এস.এম.এস পাঠাই।

দুটি এস.এম.এস পাঠাতে আমার ব্যয় হয় ৫ টাকা। কিন্তু সেই ফিরতি এস.এম.এস পাওয়ার আগেই আমার ভাগিনার ফোন পাই। জানায়, এ + পেয়েছে। কিছুক্ষণ পর আরেক ভাগিনাও ফোন করে। জানায়, তার রেজাল্ট এ।

আমি অপেক্ষা করি ফিরতি এস.এম. এস এর। আজ পর্যন্ত সেই ফিরতি এস.এম.এস আসেনি। কয়েক কোটি লোক মোবাইল ফোন ব্যবহার করে। তাদের মধ্যে এক কোটি লোকও যদি আমার মতো অবস্থার শিকার হয় তবে সেই প্রতারকদের আয় হয়েছে কমপক্ষে ৫ কোটি টাকা। এবার এইচ.এস.সি রেজাল্ট হচ্ছে।

এখনও পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেখছি, এস.এম.এস এর মাধ্যমে রেজাল্ট জানা যাবে। আসলেই কি জানা যাবে ? নাকি এটিও আরেকটি প্রতারণার ফাঁদ ? এসব দেখা যাদের দায়িত্ব তারা কি এই প্রতারণার মাধ্যমে আয় করা টাকার ভাগ পান ? নইলে তারা ঘুমাচ্ছেন কেন ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.