বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
সামহোয়ারইনব্লগ যাত্রা শুরু করেছিল ১৫ ডিসেম্বর ২০০৫। যদিও আনুষ্ঠানিকভাবে ১৬ ডিসেম্বরকে সামহোয়ারইনব্লগ এর জন্মদিন ধরা হয়।
ব্লগের প্রথম লেখাটি ছিল দেবরা এর লেখা। ১৫ ডিসেম্বর দুপুর ২-২৬ এ লেখাটি ব্লগে প্রকাশিত হয়।
দেখুন ব্লগের প্রথম পোস্ট
আসুন এবার দেখি বিভিন্ন সময়ে সামহোয়ারইনব্লগের লে আউট যেভাবে পরিবর্তিত হয়েছে।
প্রথমেই ১৫ ফেব্রুয়ারি ২০০৬
তারপর ১৫ ডিসেম্বর ২০০৬
তারপর ১৮ মে ২০০৭
তারপর ১৬ আগস্ট ২০০৭
এবার ১৮ ডিসেম্বর ২০০৭
সর্বশেষে ১৫ ফেব্রুয়ারি ২০০৮
আহারে আগে কতো কি ছিল সর্বোচ্চ ব্লগার তালিকা ছিল। সেই সময়ে ছিল আলী আর ঢালী! এর রাজত্ব খুব মিচ করি তারা যে কোথায় গেল এই সর্বোচ্চ ব্লগার তালিকা উঠে যাওয়ার পর।
একটু নজর বুলাই সর্বোচ্চ ব্লগার তালিকার দিকে।
আরো একটা ফিচার ছিলো- টপ রেটেড পোস্ট নামে। বড়ই সৌন্দর্য্য সেই ফিচার।
আসুন দেখি সেই ফিচারটি কেমন ছিলো-
আহারে কত্তো স্মৃতি...কত্তো নষ্টালজিয়া
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।