আমাদের কথা খুঁজে নিন

   

আহত যৌবন

দিন শেষে আমার একলা পাখি

তোমার পায়ের কাছে কাতরায় আহত যৌবন, আজ রাতে ওর সেবা শুশ্রুষা খুব প্রয়োজন। ঘণ কুয়াশার মতো গাঢ় ঘুম যদি নামে চোখে- তুমি ঘুমিও না তাও, এক গ্লাস জল দিও মুখে। ভালবাসা হীন সহস্র দিনের বিষাদের পর, আমার আহত যৌবন বড় তৃষ্ণায় কাতর। ওকে সেবা দাও, শুশ্রুষাও দিও, কপালে শীতল চুম্বনে ঘুমের অষুধ না দিলে চিকিৎসা বিফল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।