দেশের রাজনৈতিক চালচিত্র দ্রুত বদলে যাচ্ছে। রাজনীতিতে পরিবর্তন-রূপান্তর কোনো অসম্ভব বিষয় নয়। বেঞ্জামিন ডিজরেইলি যথার্থই বলেন, চূড়ান্ত কথাটি বলে দেয়া রাজনীতির ভাষা নয়। তা না হলেও পরিবর্তনটা কিভাবে, কোনদিক দিয়ে আসছে তার আলাদা একটা তাৎপর্য রয়েছে নিঃসন্দেহে। গতবছর ওয়ান-ইলেভেনের পরিবর্তনের পর যে সুশীল-সামাজিক দৃষ্টিভঙ্গি এবং সংকল্পের বহি:প্রকাশ আমরা দেখতে পেয়েছিলাম, এখনকার চিত্রান্তরের ধারাটিকে তার সঙ্গে মেলানো কঠিন।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনীতির গুণগত পরিবর্তন তথা সংস্কারের প্রশ্নটি সামনে চলে আসে অবলীলায়। শীঘ্র জাতীয় জীবনে এটি সাধারণ অঙ্গীকার হয়ে দেখা দিলো। প্রায় সব মহলই এক বাক্যে স্বীকার করলেন যে, বছরের পর বছর ধরে এদেশে যে অপরাজনৈতিক ধারা চলে এসেছে তার পরিবর্তন দরকার। প্রধান দুটি দলের দুই নেত্রীও প্রকারান্তরে সংস্কারের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে নিয়েছিলেন। দলের শীর্ষস্থানীয় নেতা-নেত্রীদের অনেকে সংস্কার আনতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন।
কিন্তু এখন কোণঠাসা হয়ে পড়েছেন সংস্কারপন্থিরা। সরকারপন্থি ‘দালাল’ হিসাবে কেউ কেউ এদের নিন্দা করতে কসুর করছেন না। দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করে সংস্কার আনতে চাওয়াটাই এখন তাদের অপরাধ বলে গণ্য হচ্ছে। বিষয়টি সকলের নিকট দুর্বোধ্য মনে হচ্ছে। কারণ সংস্কার তো গণতন্ত্রকামীদের গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠার জন্য।
সংস্কারের যে অঙ্গীকার নিয়ে জরুরি অবস্থার তত্ত্বাবধায়ক সরকার যাত্রা করেছিলেন, তা কিন্তু ছিলো সবার এবং সময়েরই দাবি। আমাদের দেশে কালে কালে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অব্যাহত চর্চার মধ্য দিয়ে যে রাজনৈতিক ধারা পরিপুষ্ট হয়ে উঠেছে, তা না গণতান্ত্রিক, না শুভবোধসম্পন্ন। আচরিত অপরাজনীতির মধ্য দিয়ে এখানে গণতন্ত্র বিকাশের পথ পায়নি, পার্লামেন্ট হয়ে উঠতে পারেনি শক্তিশালী ও প্রাণবন্ত। ভ্রান্ত রাজনীতির কারণে গণতন্ত্র বৃক্ষটিকে ছেঁটেছুটে বনসাই তথা বন্ধ্যা বানিয়ে রাখা হয়েছে, যাতে এটি বাড়তে না পারে। কাজেই গণতন্ত্রের পোশাকপরা ভেতরে গণতন্ত্রবিরোধী যে রাজনীতি তার গুণগত পরিবর্তন তো অত্যাবশ্যকীয়।
জাতীয় জীবনে বারে বারে রাজনৈতিক বিপর্যয় নেমে আসুক আর ‘ওয়ান ইলেভেনের’ মত ঘটনা ঘটুক তা তো নিশ্চয়ই কারো কাম্য নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।