আমাদের কথা খুঁজে নিন

   

ডিজনীর নতুন ধারাবাহিক কার্টুন "গুজুরা" (রি-পোস্ট)

চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। ডিজনীর নতুন ধারাবাহিক কার্টুন "গুজুরা" ডোরেমনের পাশাপাশি ডিজনী চ্যানেলের নতুন শুরু হয়েছে ধারাবাহিক কার্টুন "গুজুরা"। "গুজুরা" একটি মনস্টার বা দৈত্য/রাক্ষস/ভুত।

"গুজুরা" খুব ভালো কিন্তু কিছুটা পাগলাটে। "গুজুরার" প্রিয় খাবার লোহা জাতিয় বস্তু। সে ব্যাপক পরিমান লোহা জাতিয় বস্তু খেতে পছন্দ করে। "গুজুরার" গল্পের মান ও প্রিন্ট ডোরেমনের চাইতে অনেক পিছিয়ে। "গুজুরার" একটা জিনিষ খুবই খারাপ লেগেছে।

"গুজুরা" ব্যাপক বিধংসী। বিশেষ করে "গুজুরাকে" বেশীর ভাগ পর্বে ঐ দেশের পুলিশ বাহিনীকে আক্রমন করতে দেখা যায়। "গুজুরা" ঐ দেশের পুলিশ বাহিনীর লোহার তৈরি অস্র-সস্র ও গাড়ী/ট্যাঙ্ক ইত্যাদি খেয়ে ফেলে। পুলিশ বাহিনী কিছুতেই "গুজুরার" সাথে পেরে উঠে না। শিশুরা টিভিতে পুলিশ বাহিনীর উপর জামাত/শিবিরের আক্রমন দেখার পর আবার কার্টুনে পুলিশ বাহিনীর উপর "গুজুরাকে" আক্রমন করতে দেখার পর এখন যদি তাদের মনে যদি স্থায়ী ভাবে এই ধারনা প্রতিস্ঠিত হয় যে পুলিশ বাহিনীকে আক্রমন করাটা একটা অতি সাধারন ব্যাপার তবে তো খুবই বিপদ হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।