© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
এর আগে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ডায়ালআপ কানেকশন কিভাবে বানাবেন তা নিয়ে লিখেছিলাম। এই পর্বে মোডেমের ম্যাক্সিমাম স্পিড পরিবর্তন করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে।
আপনার বন্ধু যে সেট ব্যবহার করে 900 kbps এ কানেক্ট করে, সেই একই সেট ব্যবহার করে আপনাকে হয়তো 115 kbps দেখায়। এর জন্য দায়ী আপনার মোডেমটির ম্যাক্সিমাম স্পিড সেটাপ। নিচের ধাপগুলো অনুসরন করুন।
১) আগের পর্বে যেভাবে কানেকশন বানানোর কথা বলা আছে সে অনুযায়ী একটি কাস্টম কানেকশন তৈরি করুন।
২) কন্ট্রোল প্যানেল থেকে Network Connections ওপেন করুন। (অথবা এড্রেসবারে Network Connections লিখে এন্টার দিলে ওপেন হবে। )
৩) আপনার তৈরি কানেকশনটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties সিলেক্ট করুন।
৪) Configure বাটনে ক্লিক করে Modem Configuration-এ চলে যান।
৫) Maximum Speed-এ সর্বোচ্চ যতটুকু দেয়া যায় দিয়ে ওকে করুন।
অত:পর কানেক্ট করে নেটওয়ার্ক আইকনে ক্লিক করে দেখুন আপনার কানেকশন স্পিড কেমন। উল্লেখ্য, ৯২১.৬ kbps-তে কানেক্ট করা মানেই আপনি ৯২১.৬ kbps স্পিড পাবেন তা নয়।
(যেমন আমার ফোনে সর্বোচ্চ ৯২১.৬ kbps সেট করা যায়.. কুমিল্লা ক্যান্টনমেন্টে ২৫-৩০ কিলো পর্যন্ত পাই.. ঢাকায় আসলে সেটা ১০ এর নিচে নেমে যায়। )
একটি বিষয় অনেকেই বুঝতে ভুল করেন... Kbps এবং KBps কিন্তু এক নয়।
১১৫ Kbps মানে ১১৫ KBps (কিলোবাইট/সেকেন্ড) নয়!
bps = bits per second
Bps = Bytes per second
8 bit = 1 Byte
So, 115 Kbps = 14.37 KBps
রিলেটেড পোস্ট:
- সহজ নেটওয়ার্কিং ও ইন্টারনেট শেয়ারিং
--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।