আমাদের কথা খুঁজে নিন

   

আসছে কমিউনিটি রেডিও



সামহোয়্যঅর ব্লগারদের জন্য, এ মাসের ১৫ তারিখের মধ্যে কমিউনিটি রেডিও'র লাইনসেন্স দেওয়ার ঘোষণা দেওয়া হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত জনগণের অনেকদিনের আশা পূরণ হচ্ছে। কমিউনিটি হচ্ছে একটি নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠী যাদের একই ধরণের কিছু লোকজ, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ঠ্যর অধিকারী। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের এসব জনগোষ্ঠীর সংবাদ বা কথা আমরা প্রায়ই জানতে পারি না। বা তারাও আধুনিক অনেক সুবিধা থেকে বঞ্চিত।

কমিউনিটি রেডিও হল স্থানীয় জনসেবামূলক একটি কেন্দ্র যা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সাথে কাজ করবে। এ রেডিও একটি কমিউনিটির নিজস্ব সম্পদ যার মধ্য দিয়ে তাদের ধ্যান-ধারণা ও চিন্তা-চেতনার প্রতিফলন ঘটবে। এর উদ্দেশ্য হলো কমিউনিটিকে সেবা প্রদান করা এবং স্থানীয় লোকজ, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবন-বিকাশের সুযোগ তৈরি করে দেওয়া। কমিউনিটি রেডিও স্থানীয় উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। ১৫ নভেম্বরের মধ্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপাদষ্টা কমিউনিট রেডিও উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.