© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
অবশেষে ব্লগারদের প্রতিবাদের মুখে গুগল তাদের পলিসি পরিবর্তন করতে বাধ্য হলো। গুগল ভেবেছিলো খুব বিশাল কোম্পানী হয়ে গিয়েছে। যা খুশি তাই করে বেড়াবে.. কেউ কিসসু মনে করবে না। ব্যবহারকারীদের প্রাইভেসী নিয়ে ছিনিমিনি খেলা যে এত সহজ নয়, সেটা গুগল টের পেয়েছে এবার। Google Chrome-এর লাইসেন্স এগ্রিমেন্টের ১১ তম পরিচ্ছেদে বলা হয়েছিলো-
11. Content license from you
11.1 You retain copyright and any other rights you already hold in Content which you submit, post or display on or through, the Services. By submitting, posting or displaying the content you give Google a perpetual, irrevocable, worldwide, royalty-free, and non-exclusive license to reproduce, adapt, modify, translate, publish, publicly perform, publicly display and distribute any Content which you submit, post or display on or through, the Services. This license is for the sole purpose of enabling Google to display, distribute and promote the Services and may be revoked for certain Services as defined in the Additional Terms of those Services.
11.2 You agree that this license includes a right for Google to make such Content available to other companies, organizations or individuals with whom Google has relationships for the provision of syndicated services, and to use such Content in connection with the provision of those services.
11.3 You understand that Google, in performing the required technical steps to provide the Services to our users, may (a) transmit or distribute your Content over various public networks and in various media; and (b) make such changes to your Content as are necessary to conform and adapt that Content to the technical requirements of connecting networks, devices, services or media. You agree that this license shall permit Google to take these actions.
11.4 You confirm and warrant to Google that you have all the rights, power and authority necessary to grant the above license.
বিভিন্ন দেশের ব্লগারগণ গুগলের অন্যসকল বাজে নীতির পাশাপাশি এই চরম হটকারীতামূলক নীতির সমালোচনা জুড়ে দেয়ার পর অবশেষে গুগল বাধ্য হয়েছে তাদের লাইসেন্স এগ্রিমেন্ট পরিবর্তেনের বিষয়ে। বিস্তারিত জানতে দেখুন- Google Amends Chrome License Agreement After Objections
সচেতন ব্লগারগণ গুগলের বাদবাকী বাজে নীতিগুলোর বিষয়ে প্রতিবাদ অব্যহত রাখলে সেগুলোও পরিবর্তনে গুগল বাধ্য হবে বলে আমার বিশ্বাস।
প্রাসঙ্গিক পোস্ট:
- Google Chrome, বিপদজনক একটি ব্রাউজার!
- গুগলের ক্রোম ! কেন ?
---
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।