আমাদের কথা খুঁজে নিন

   

প্রসংঙ্গ (নারী?) নির্যাতন ও নারীবাদীদের নিয়ে আমার কিছু কথা

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

ব্লগ স্পটের একটি ব্লগ গ্রুপে একজনের আমন্ত্রন পেয়ে জয়েন করেছিলাম। বেশীর ভাগই পরিচিত মুখ। সেখানে হটাৎ নারী নির্যাতন নিয়ে কথা ওঠলো.. আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এধরনের আলোচনায় নির্যাতন বন্ধের চাইতে পুরুষ বিরোধী কথাবার্তা বেশী হয়.. যেন পুরুষদের এক হাত দেখে নিতে পারলেই শান্তি...! পুরুষদের দেখে নিতে গিয়ে যারা নির্যাতিত হয়েছে তাদের কথাও অনেক সময় ভুলে বসে থাকে প্রতিবাদীর দল। তো এখানেও তাই হতে যাচ্ছিলো মনে হলো। পুরুষদের এক হাত দেখে নেয়া.. (আসলে এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আজকাল).... তেমনি একটি মন্তব্য ও পাল্টা মন্তব্যগুলো তুলে দিলাম- --- মূল বক্তব্য: Click This Link মন্তব্য থেকে: ochena pothik said... as usual, borabori valo lekha.. onekdin por apnake totthoshomriddho lekhay fire ashte dekhe valo lagche.. BD'r purushera kobe bujhbe je bou petanor moto oshojjorokomer ghrinno kaj kebol tader nichu manoshikotar prokash.. ? Ar BD'r narider o bujhte hobe, rastay dariye protibad korlei er shomadhan ashbena.. shottikar Islam jodi shobai bujhto tahole kokhono erokom shomossha hoto na.. amader oggota ar ondhobisshash Sat Jul 26, 07:31:00 AM 2008 - ত্রিভুজ said... "ochena pothik said... BD'r purushera kobe bujhbe je bou petanor moto oshojjorokomer ghrinno kaj kebol tader nichu manoshikotar prokash.. ?" @ochena pothik আপনার সম্ভবত জানা নেই যে বউ পেটানোতে বা নারী নির্যাতনে বাংলাদেশের চাইতে এগিয়ে আছে উন্নত বিশ্ব।

কিছুদিন আগের এক জরিপে দেখা গিয়েছিলো সিঙ্গাপুরে সবচেয়ে বেশী বউ পেটানোর ঘটনা ঘটে। সেই লিষ্টের অনেক নিচে বাংলাদেশের নাম ছিলো। সুতরাং "বাংলাদেশের পুরুষ" শব্দটা বাদ দিতে পারেন দয়া করে। বউ পেটানো বা নারী নির্যাতন বিষয়টার সাথে নারী পুরুষের সম্পর্কের চাইতে অবস্থানগত বিষয় বেশী জড়িত। নারীরাও সুযোগ পেলে পুরুষদের জীবন তেজপাতা করে দিতে পারে।

আর বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় স্বামীর চাইতে ননদ বা শাশুড়ী কতৃক বেশী "বউ" নির্যাতনের ঘটনা ঘটে। ননদ বা শাশুরীড়ী কিন্তু পুরুষ না..নারী'ই! সুতরাং ঐসব ফেমিনিস্ট মনোভাব পরিবর্তনের প্রয়োজন রয়েছে। নারীদের প্রথমে এইরকম ফেমিনিস্ট মনোভাব পরিবর্তন করে তারপর নির্যাতিতদের জন্য কাজ করতে হবে। যার উপর নির্যাতন চলে, তার নারী-পুরুষ পরিচয় দেখার চাইতে কেন চলছে তা দেখা জরুরী! কিন্তু দু:খের বিষয় হলো এটা নিয়ে নারীরা বরারই পুরুষদের আধিপত্য হ্যান ত্যান ত্যানা পেঁচিয়ে নিজেদের হিনমন্যতার পরিচয় দিয়ে থাকে... কাজের কাজ কিছুই হয় না। Sun Jul 27, 07:28:00 AM 2008 - ochena_pothik said... @ trivuj, THanks for your eye-opening comment. asholei amar jana chilona... evabe generalized comment korata uchit hoyni. vul shikar korchi abong khoma prarthi. Jajaborrr apu, please feel free to delete my comments. We can only go on hoping..protiti griho hok shantimoy shantikuthir. Tue Jul 29, 09:40:00 AM 2008 - ত্রিভুজ said... @ochena_pothik নাথিং পারসোনাল এবং আপনার ক্ষমা প্রার্থনা করার কিছু নেই।

বক্তব্যটা শুধু আপনার প্রতি ছিলো না... এধরনের একটা চর্চা যারা করছে তাদের সবার প্রতিই। এবার মূল বিষয়টাতে আসি... নারী নির্যাতন, শিশু নির্যাতন আর যেই নির্যাতনই বলুন না কেন, এগুলোর প্রতিকার হওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু এই প্রতিকার করতে গিয়ে কিছু নারী পুরুষদের প্রতিপক্ষ বানিয়ে ফেলছে... যেমন এই পোস্ট থেকে কিছু অংশ তুলে ধরি- "প্রতিদিন বাংলাদেশের সব পত্রিকা ঘাটলে গড়ে তিন থেকে চারটা বা তারচেও বেশী ‘গৃহবধু হত্যা/আত্নহত্যা’র ঘটনা থাকবেই। আমার মনে আছে, ছোটবেলায় আমি খুব বিয়ে বিরোধী ছিলাম। শুধু আমিই না, আমার অনেক বান্ধবী-ই জোর গলায় বলতো ‘কোনোদিন বিয়ে করবনা’।

" বাংলাদেশে অনেক পরিবারে বউদেরকে নির্যাতন করা হয় সত্যি... কিন্তু সেটার জন্য শুধু পুরুষরা দায়ী নয়। বরং এখানে নারী-পুরুষ প্রসংঙ্গ আসাই উচিত নয়। বাংলাদেশে তো কাজের লোকের উপরেও অনেক নির্যাতন হয়.. তাই বলে গৃহ কত্রী/কর্তদের বিরুদ্ধে আপনি প্রচারাভিযান শুরু করবেন নাকি? খুঁজে বের করতে হবে এইসবের মূলে কি রয়েছে.. অত:পর সচেতন ও সভ্য সমাজ এগুলোর প্রতিকারের লক্ষ্যে একত্রে কাজ করে যাবে। এই অভিযান নারী বা পুরুষ নামক কোন শ্রেণীর বিরুদ্ধে নয়, এটা নির্যাতনকারীর বিরুদ্ধে হবে... কিন্তু আমরা দেখি উলটো চিত্র.. আমাদের সমাজে একদল নারী আছে যারা সব দায় পুরুষদের উপরে চাপাতে চায়। ফলশ্রুতিতে তারা সমাজের বেশীর ভাগ পুরুষদেরকেই তাদের পাশে পায় না।

আপনি হয়তো জানেন না.. বেশীর ভাগ পুরুষই এসব নারীবাদীদের দেখতে পারে না... সাহায্য করা তো দুরের কথা.. কেউ কেউ আছেন মঞ্চে দাঁড়িয়ে নারীদের সাথে হা হা হু হু করে যায়.. ঐদিন রাতেই ক্লাবে মদ গিলতে গিলতে আবার সেই নারীবাদীকে নিয়ে হাসাহাসি করে.. কেউ কেউ ঘরে ফিরে বউকেও পিটায়। তাতে কার লাভ হচ্ছে? যেকোন অন্যায় থামানোর জন্য সবার একত্রে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হয় আগে.. পুরুষরা সমাজের সবচেয়ে শক্তিশালী একটি অংশ... আপনারা যদি প্রথমেই গোটা পুরুষজাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে বসেন, তাহলে মূল লক্ষে কখনোই পৌঁছাতে পারবেন না। ফেমিনিস্টদের সাহায্য করতে কোন পুরুষ কোনদিন এগিয়ে আসে না.. অন্তত মন থেকে নয়! এই সত্যটা আমাদের তথাকথিত নারীবাদীরা যত দ্রুত বুঝবে ততই মঙ্গল। সকল নির্যাতনকারী ও অবিচারকারী বিরুদ্ধে সকল বিবেকবান মানুষ এক হয়ে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। নির্যাতনকারীদের কোন দল নেই... কোন পরিচয় নেই।

এরা এদের অপকর্ম ঢাকতে যতকিছু নিয়েই হাজির হোক না কেন, এদের বিরুদ্ধেই আমাদের সকলের অবস্থান। ভাল থাকুন। --- এই ব্লগে আগে এসব নিয়ে অনেক আলোচনা হয়েছে। ভবিষ্যতেও হবে হয়তো। আমাদের দেশে এসব নিয়ে সভা সেমিনার বহু কিছু হয়... সেখানে অনেক নারীনেতৃ(!) অনেক গ(ড়)ম গ(ড়)ম ভাষণ দিয়ে থাকেন।

তাদের জন্যই এই মন্তব্যগুলো আমার সবগুলো ব্লগে পাবলিশ করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।