যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
বেচারা পারভেজ মোশাররফ: ক্ষমতা ছাড়ার পর তার একী হাল ?? দেইখ্যাই কষ্টে মনটা খারাপ হয়ে গেল । মানুষ ক্ষমতাহীন হলে কি এতোই হতদরিদ্র, অসহায় আর নিঃস্ব হয় ?? না দেখলে বোঝার উপায় নাই ।
ক'দিন আগেই যিনি ছিলেন পাকিস্থানের সর্বেসর্বা আজ ক্ষমতা হারিয়ে সে কিনা পথের ভিক্ষারি ?? দরিদ্র মেষ পালক ?? কি সৎ=ই না ছিলেন তিনি !!!! আহা !! জীবন নির্বাহের জন্য বেচারের কি না অবস্থা হয়েছে । অবশ্য এই উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস এমনই সাক্ষ্য দেয় ।এসনা শাসকরা ক্ষমতা ছাড়লে তাদের ভাঙ্গা সুটকেস আর ছেড়া গেন্জ্ঞি ছাড়া আর কিছুই থাকে না !!!
পাকিস্থানের সাবেক সেনাপ্রধান, রাষ্ট্রপতি জেনারেল ারভেজ মোশররফ অবস্থা এতো খারাপ না হলেও ব্যঙ্গ করতে ছাড়ে না কেউ । তার এই হাল নিয়ে ছবিগুলো মেইল করেছেন আমার জৈনিক বন্ধু, তাই সেগুলো ব্লগে দিলাম ।
১. ক্ষমতা ছেড়ে আজ পথের ভিক্ষারী পারভেজ মোশাররফ [রূপকার্থে ]
২. বেঁচে থাকার তাগিদে পথে পথে বানর খেলা দেখাচ্ছে [সার্কাস]
৩. ক্ষমতা ছেড়ে আজ পথের ভিক্ষারী পারভেজ মোশাররফ [রূপকার্থে ]
৪. মেষ পালক পা মো
[ফান পোস্ট]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।