আমাদের কথা খুঁজে নিন

   

বেচারা

নামটা মনে রাখবেন বহুদিন ধরে খুঁজছিলাম একটা ভালো বাসা! কারণ বাড়িওয়ালা বাড়িয়েছে বাসা ভাড়া খুব করলাম গরু-খোঁজাখুঁজি, বলার নেই যে ভাষা অবশেষে পেলাম একখানা ঘর, এ পাড়া পেরিয়ে ও পাড়া। ঘর যে আমার খুব বড় নয়, হলো বইয়ে বইয়ে ঠাসা ছাদের কোণেই এই ছোট্ট ঘরটা আলো বাতাসে ভরা ঘুলঘুলিতে চড়াই, বিনেভাড়ায় বেঁধেছে বাসা আর এক কথা, জানালায় ছিলো ছোট্ট গাছের চারা। প্রতিদিন সে চারার জন্যে বরাদ্দ হলো পানি! তবে এখানে এই অশ্বথ চারাটি টিকবে না যে জানি। জিনে দিনে হলো বড়, আমার ভালোবাসার চারা! মায়া পড়ে গেলো, মনে হলো, আহারে বেচারা! একদিন হঠাৎ ফিরে দেখি, সে হয়েছে শেকড়হারা বাড়িওয়ালা টেনে ছিঁড়েছে সে গাছের শিরদাঁড়া। ভাবি বসে বসে, আহারে, আমিও তো হতে পারি ঘরছাড়া মানুষ গুলো তো সে চারারই মতো! বড্ড করুণ ছাপমারা! ©

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।