--কোন ব্রাউজার ব্যবহার করব?
--কোন এন্টিভাইরাস ব্যবহার করব?
এই প্রশ্নগুলো সব ইন্টারনেট ব্যবহারকারীদের।
ব্রাউজার বলতে আমরা হোম ইউজাররা প্রধানত internet explorer, opera , firefox আর safari ব্যবহার করে থাকি। internet explorer Windows-XP এর সাথে সংযুক্ত থাকে বলে নতুন ব্যবহারকারীরা এটাই বেশী পছন্দ করে। কিন্তু যারা একবার opera বা firefox ব্যবহার করেছেন তাদের সাধারণত আর internet explorer ব্যবহার করতে ভাল লাগে না।
যারা opera ব্যবহার করেন তারা সাধারণত opera খুব পছন্দ করেন, যাদের মধ্যে আমি ও একজন।
নতুন firefox-3 version টা বেশ ভাল হয়েছে। আমার এটা ব্যবহার করে এতো ভালো লেগেছে যে আমি লিখতে বসে গেলাম। আর এতে খুব সহজে বাংলা ফন্ট ইনস্টল করা যায় ফলে সহজেই বাংলা ব্লগ এবং প্রথম আলো পড়া যায়। এতে রয়েছে মজার এবং দরকারী সব ADD-ONS। internet explorer এর ব্যবহারকারী দিন দিন কমছে আর firefox এর ব্যবহারকারী দ্রুত গতিতে বেড়ে চলছে।
প্রমাণ হিসেবে wikipedia থেকে চার্টটা তুলে দেয়া হলো ।
আরো জানতে wikipedia তে সার্চ দিতে পারেন। তাই আজই firefox-3 download করুন আর মজার মজার ADD-ONS গুলো যোগ করে নেট ব্রাউজিং উপভোগ করুন। Novice থেকে হয়ে যান expert user.
link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।