আমাদের কথা খুঁজে নিন

   

Windows 7 এর Default Folder Icon পরিবর্তন করুন

Windows 7 এ যেভাবে Default Folder Icon পরিবর্তন করবেন:
(আপনাদেরকে একটু বিস্তারিত করে লিখলাম, এটি মনে করবেন না যে এত কিছু করতে হয়!! আসলে কাজটা কিন্তু অনেক সহজ। )
Windows 7 এর Default Icon পরিবর্তন করতে হলে আমাদের দুটি System ফাইল Edit করতে হবে।
System এর Security এর জন্য প্রথমে একটি System Restore Point তৈরি করে নিলে ভাল হয়।
১. প্রথমে Resource Hacker ডাউনলোড করুন। (System File Modifier) [730KB]

২. Windows 7 See Through Folder ডাউনলোড করুন।

(Folder Icon Pack)
See Thru Folder Icon Set

৩. Take Ownership ডাউনলোড করুন । (Permission for Editing System File)

৪. Resource Hacker ইন্সটল করুন এবং InstallTakeOwnership.reg ফাইল Open করুন এবং Yes করুন।
৫. এখন C:\Windows\System32 থেকে imageres.dll কপি করে Desktop এ পেস্ট করুন।
৬. এরপর Desktop এ পেস্ট করা imageres.dll ফাইলটিতে Double Click করুন। ফাইলটি Resource Hacker দিয়ে Open হবে।


৭. এখন Icon Group Expand করুন।

৮. 4 নং Folder Expand করুন, তাহলে 1033 নামক ফাইল দেখতে পাবেন, সেটাতে Click করুন (64bit System হলে অন্য হতে পারে ) এখন উপরের Menu তে Action এ Click করুন এবং Replace Icon… এ ক্লিক করুন, এখন যেই Window Open হবে সেখানে Open file with new icon এ Click করুন এবং যেখানে Folder Icon Pack টি ডাইনলোড করেছেন সেখান থেকে 4.ico নামের Icon সিলেক্ট করুন। এরপর Replace বাটন এ Click করুন।




৯. এইবার 5 নং Folder Expand>/span> করুন এবং একই পদ্ধতি অনুসরণ করুন। কিন্ত নতুন যেই Icon টি সিলেক্ট করবেন সেটি যেন Folder এর নামএ হয়।

(এখানে Icon মিল রাখার জন্য বলা হয়েছে। ) যেমন: আপনি 4 নং Folder এ 4.ico ব্যবহার করলেন, তেমনি 5 নং Folder এ 5.ico ব্যবহার করুন।
১০. এখন 6 নং Folder এ 6.ico ও 162 নং Folder এ 162.ico দিয়ে Icon Replace করুন।
১১. এরপর Save করুন। এখন Desktop এ দেখবেন একটি নতুন ফাইল তৈরি হয়েছে imageres_original.dll এই ফাইলটি আমাদের প্রয়োজন নেই।

কারন আমরা আগেই Backup হিসেবে imageres.dll ফাইলটি Desktop এ রেখেছি।

১২. এখন C:\Windows\System32 এ যান এবং  imageres.dll ফাইলে Right Click করুন এবং Take Ownership সিলেক্ট করুন। এখন File টিকে Rename করতে পারবেন। উদাহরণ হিসেবে imageres (1).dll করতে পারেন। এরপর Desktop থেকে আপনার Modify করা imageres.dll টি কপি করে C:\Windows\System32 এ পেস্ট করুন।



১৩. এখন আমাদের আর একটি System File Edit করতে হবে। সেটি হল shell32.dll এটিকে আপনি একই জায়গাতেই পাবেন C:\Windows\System32 থেকে shell32.dll কপি করে Desktop এ পেস্ট করুন।
১৪. এরপর Desktop এ পেস্ট করা shell32.dll ফাইলটিতে Double Click করুন। ফাইলটি Resource Hacker দিয়ে Open হবে।
১৫. এখানেও Icon Group Expand করুন।

এখানে 4 নং Folder Expand করুন এবং এখানেও 1033 নামক ফাইলটিতে 4.ico দিয়ে Icon Replace করবেন। আবার 5 নং Folder এর 1033 ফাইলটিও কিন্তু 4.ico দিয়ে Replace করতে হবে, 5.ico দিয়ে নয়।

১৬. এরপর Save করুন। এখন Desktop এ দেখবেন আবার একটি নতুন ফাইল তৈরি হয়েছে shell32_original.dll এই ফাইলটি আমাদের প্রয়োজন নেই। কারন আমরা আগেই Backup হিসেবে shell32.dll ফাইলটি Desktop এ রেখেছি।


১৭. এখন C:\Windows\System32 এ যান এবং  shell32.dll ফাইলে Right Click করুন এবং Take Ownership সিলেক্ট করুন। এখন File টিকে Rename করতে পারবেন। উদাহরণ হিসেবে shell32.dll (1).dll করতে পারেন। এরপর Desktop থেকে আপনার Modify করা shell32.dll টি কপি করে C:\Windows\System32 এ পেস্ট করুন।
১৮. এখন পুরানো কিছু Temporary ফাইল ডিলিট করতে হবে।

প্রথমে Computer Open করুন, যেই Drive এ Windows 7 ইন্সটল করেছেন সেই Drive এ Right Click করে Properties সিলেক্ট করুন, এখন Disk Cleanup এ Click করুন। এখন কিছু Option দেখতে পাবেন, সবগুলো থেকে টিক চিহ্ন তুলে দিন শুধুমাত্র Thumbnails ছাড়া। এখন OK Press করুন।

১৯. এইবার একটি Hidden System File ডিলিট করতে হবে। এই কারণে আমাদের প্রথমে Hidden System File দেখার জন্য একটি কাজ করতে হবে।

অনেকেই হয়তো জানেন, তবুও লিখছি Computer Open করুন, উপরের সবচেয়ে বাম দিকে Navigation Button গুলোর নিচে Organize এ Click করুন, তারপর Folder and search option সিলেক্ট করুন, এখন সবার উপরে View এ Click করুন, এখন Advanced settings দেখতে পাবেন। “Hidden files and folders” Option এ Default ভাবে “Don’t show hidden files, folders, or drive” সিলেক্ট করা থাকে। কিন্তু আপনাকে “Show show hidden files, folders, or drive” সিলেক্ট করতে হবে। এর দুইটা পরের Option “Hide protected operating system files (Recomended)” এর থেকে টিক চিহ্ন তুলে দিতে হবে, এখন OK Press করুন।
         
২০. এখন Search Bar এ iconcache.db লিখে Search করুন।

ফাইলটি আসলে ডিলিট করে দিন।

২২. এখন Hidden Files and Folders আবার Hide করতে “Don’t show hidden files, folders, or drive” এ টিক চিহ্ন দিয়ে Ok করুন।

২১. Restart করুন।
[শুধুমাত্র 32bit ব্যবহার কারিদের জন্য, তবে 64bit ব্যবহার কারিদের এই পদ্ধতি অনুসরন করার পর SysWOW64 Folder এর imageres.dll একই পদ্ধতিতে Modify করতে হবে। ]
[যারা Windows 7 এ Icon গুলো 4.ico, 5.ico, 6.ico, 162.ico না দেখে শুধুমাত্র 4, 5, 6, 162 এই ভাবে দেখতে পাচ্ছেন অথবা, InstallTakeOwnership.reg না দেখে শুধুমাত্র InstallTakeOwnership দেখতে পাচ্ছেন, তারা কোন চিন্তা করবেন না।

Windows 7 এ Default ভাবে এসব ফাইল Extension Hide করে রাখে। আপনি দেখতে চাইলে Computer Open করুন। উপরের সবচেয়ে বাম দিকে Navigation Button গুলোর নিচে Organize এ Click করুন, তারপর Folder and search option সিলেক্ট করুন, এখন সবার উপরে View এ Click করুন, এখন Advanced settings দেখতে পাবেন। এখন এখানে “Hide extensions for known file types” এই Option টি খুঁজুন, এই Option এর চেক বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Ok করুন। তাহলেই দেখতে পাবেন।




সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.