আমাদের কথা খুঁজে নিন

   

একাকী হাঁটা

আমার ব্যক্তিগত ব্লগ

অনেক সিনেমায় দেখি কোন কারনে মন খারাপ হলে একাকী রাস্তা দিয়ে হাটতে থাকে মানুষ। আমার এক বন্ধু একবার কি কারনে যেন আমার উপর খুব রেগে গেল। রাগের চোটে বলল, এখন সে হেটে কাওরান বাজার থেকে ধানমন্ডি যাবে, এটাই তার শাস্তি। আমি হাজার বার জিগ্যেস করেও জানতে পারলাম না কেন নিজেকে এই শাস্তি দিবে। একাকী আমিও একদিন ঝুম বৃষ্টির মধ্যে হেঁটেছি।

কোন বেবি ট্যাক্সি (তখনও সি এন জি অটো চালু হয়নি) না পেয়ে। ক্যান্টনমেন্টের ভিতর থেকে বিজয় স্বরণী পর্যন্ত। তবে এই হাটা ছিল খুব আনন্দের। পরিস্কার ফুটপাত দিয়ে বৃষ্টির মধ্যে হাটা খুবই আনন্দের। তবে আমার আনন্দের বৃষ্টি ছিল না।

সেদিন আমি আমার একটা প্রোগ্রাম জমা দিয়েছিলাম, ইউ কে এর একটা কোম্পানীকে পাঠানোর জন্য। মনটা আনন্দের ভরে উঠেছিল। এতো আনন্দে এরপর আর কখনও হয়তো হাটিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।