১. জীবের মধ্যে ঈশ্বর কিরূপে অবস্থান করেন?
ক. দেবতারূপে খ. ভ্রমররূপে গ. মনরূপে ঘ. আত্দারূপে
২. ব্রাহ্মণ কিভাবে সংসার চালাতেন?
ক. পূজা করে খ. কীর্তন করে
গ. উঞ্ছবৃত্তি করে ঘ. ধর্মকথা শুনিয়ে
৩. অতিথি ব্রাহ্মণরূপে কে এসেছিলেন?
ক. ধর্মদেব খ. বিষ্ণু
গ. শিব ঘ. ইন্দ্র
৪. ব্রাহ্মণের পরিবারের কতজন সদস্য ছিল?
ক. একজন খ. দুজন
গ. তিনজন ঘ. চারজন
৫. জীবসেবায় মধ্য দিয়ে কাকে সেবা করা হয়?
ক. জীবকে খ. দেবকে
গ. ঈশ্বরকে ঘ. জড় পদার্থকে
৬. কাকে সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়?
ক. নিজেকে খ. আত্দজনকে
গ. জীবকে ঘ. পরিবারকে
৭. গাছপালা রোপণের পর কী করা উচিত?
ক. পরিচর্যা খ. যত্ন
গ. শ্রদ্ধা ঘ. অনাদর
৮. জীবকে ঈশ্বরজ্ঞানের সেবা করে আমরা কী পাই?
ক. আনন্দ খ. অর্থ
গ. শান্তি ঘ. সম্পদ
৯. কুরুক্ষেত্রের ব্রাহ্মণ কেমন প্রকৃতির ছিলেন?
ক. সাহসী খ. অত্যাচারী
গ. অহংকারী ঘ. ধার্মিক
১০. ছাতু কী দিয়ে তৈরি করা হয়েছিল?
ক. চাল খ. ডাল
গ. যব ঘ. ভুট্টা
১১. স্বয়ং ধর্মদেব কীসের রূপ ধারণ করে এসেছিলেন?
ক. মৎস্যের খ. ব্রাহ্মণের
গ. নৃসিংহের ঘ. বরাহের
১২. অতিথি ব্রাহ্মণ ছিলেন খুবই_
ক. হিংস্র খ. সরল
গ. জ্ঞানী ঘ. ক্ষুধার্ত
১৩. ধর্মদেব সর্বশেষ কার ভাগের ছাতু খেয়েছিলেন?
ক. দরিদ্র ব্রাহ্মণের খ. ব্রাহ্মণপত্নীর
গ. ব্রাহ্মণ পুত্রের ঘ. ব্রাহ্মণের পুত্রবধূর
১৪. ব্রাহ্মণপত্নী ছাতু কয়ভাগে ভাগ করেন?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
১৫. ঈশ্বরের সাকার রূপ কী?
ক. ভগবান খ. দেব-দেবী
গ. গ্রহ ঘ. নক্ষত্র
১৬. বিষ্ণুর অবতার কয়টি?
ক. আটটি খ. নয়টি
গ. দশটি ঘ. এগারোটি
১৭. প্রহ্লাদের পিতার নাম কী?
ক. হিরণ্যাক্ষ খ. সত্যব্রত
গ. হিরণ্যকশিপু ঘ. গৌতম বুদ্ধ
১৮. পরশু শব্দের অর্থ কী?
ক. লাঙল খ. খড়গ গ. চক্র ঘ. কুঠার
১৯. দেবী দুর্গা কিসের দেবী?
ক. বিদার খ. ধন-সম্পদের
গ. শক্তির ঘ. কর্মের
২০. ভগবান বিষ্ণু সর্বপ্রথম কোন অবতাররূপে আবির্ভূত হন?
ক. কূর্ম অবতার খ. বরাহ অবতার
গ. মৎস্য অবতার ঘ. রামন অবতার
২১. বরাহরূপী শ্রীবিষ্ণু কাকে হত্যা করেছিলেন?
ক. হিরণ্যাক্ষকে খ. সত্যব্রতকে
গ. গৌতম বুদ্ধকে ঘ. হিরণ্যকশিপুকে
২২. 'হলধর' কে ছিলেন?
ক. রামচন্দ্র খ. গৌতম বুদ্ধ
গ. প্রহ্লাদ খ. বলরাম
২৩. গৌতম বুদ্ধের পিতার নাম কী ছিল?
ক. হিরণ্যকশিপু খ. শুদ্ধোধন
গ. বুদ্ধধন ঘ. হিরণ্যাঙ্ক
২৪. সরস্বতী কিসের দেবী?
ক. ধন-সম্পদের খ. বিদ্যার
গ. সৃষ্টির ঘ. শক্তির
২৫. পরশুরাম কতবার অত্যাচারী ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধ্বংস করেন?
ক. ২০বার খ. ২১বার গ. ২২বার ঘ. ২৩বার
২৬. ঈশ্বর যখন জগতের মঙ্গল করেন তখন তাকে কী বলা হয়?
ক. মঙ্গলকারক খ. ব্রহ্মা
গ. ভগবান ঘ. ঈশ্বর
২৭. দৈত্যরাজ হিরণ্যাক্ষকে হত্যা করেছেন কে?
ক. বরাহরূপী শ্রীবিষ্ণু খ. নৃসিংহ অবতার
গ. বামন অবতার ঘ. পরশুরামরূপী শ্রীবিষ্ণু
২৮. উপাসনা কিসের অঙ্গ?
ক. মনের খ. দেহের
গ. ধর্মের ঘ. কর্মের
২৯. উপাসনা কয় প্রকার?
ক. দুই প্রকার খ. চার প্রকার
গ. ছয় প্রকার ঘ. আট প্রকার
৩০. উপাসনা একটি_
ক. সাপ্তাহিক কর্ম খ. পাক্ষিক কর্ম
গ. মাসিক কর্ম ঘ. নিত্যকর্ম
৩১. উপাসনা করলে_
ক. দেহ ও মন পবিত্র হয় খ. জনবল বাড়ে
গ. মান-সম্মান বাড়ে ঘ. শরীর সুস্থ হয়
৩২. 'হিন্দু' শব্দের উৎপত্তি কাদের দ্বারা?
ক. ইংরেজদের খ. পারসিকদের
গ. বাঙালিদের ঘ. ভারতীয়দের
৩৩. হিন্দুস্থানের অধিবাসীদের ধর্মের নাম কী?
ক. হিন্দুধর্ম খ. ইসলাম ধর্ম
গ. বৌদ্ধধর্ম ঘ. খ্রিস্টধর্ম
৩৪. 'সনাতন' শব্দের অর্থ কী?
ক. ক্ষণস্থায়ী খ. দীর্ঘস্থায়ী
গ. ভঙ্গুর ঘ. চিরস্থায়ী
৩৫. বেদের কয়টি অংশ?
ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৩৬. 'মোক্ষ' শব্দের অর্থ কী?
ক. সম্মুখে খ. মুক্তি গ. শক্তি ঘ. আসল
৩৭. ব্রহ্ম কীরূপে সব জীবের মধ্যে বিরাজমান?
ক. নিজেররূপে খ. আত্দারূপে
গ. কর্তারূপে ঘ. মানবরূপে
৩৮. পারসিকদের দ্বারা উৎপত্তি শব্দ_
ক. হিন্দু খ. মুসলিম গ. খ্রিস্টান ঘ. বৌদ্ধ
৩৯. সনাতন ধর্ম কোন ধর্মের প্রাচীন নাম?
ক. মুসলিম ধর্ম খ. হিন্দুধর্ম
গ. বৌদ্ধধর্ম ঘ. খ্রিস্টধর্ম
৪০. বর্তমান ইরানের প্রাচীন নাম কী?
ক. পারস্য খ. আরব
গ. ভারত ঘ. ওমান
উত্তরমালা : ১.ঘ ২.গ ৩.ক ৪.ঘ ৫.গ ৬.গ ৭.ক ৮.গ ৯.ঘ ১০.গ ১১.খ ১২.ঘ ১৩.ঘ ১৪.গ ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.গ ২১.ক ২২.ঘ ২৩.খ ২৪.খ ২৫.খ ২৬.গ ২৭.ক ২৮.গ ২৯.ক ৩০.ঘ ৩১.ক ৩২.খ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.ক ৩৬.খ ৩৭.খ ৩৮.ক ৩৯.খ ৪০.ক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।