ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)
অনেকের হয়তো মনে আছে- ছোট বেলায় নিজেরা অথবা বড়রা কাগজ দিয়ে বিভিন্ন প্রকার নৌকা, ফুল, পাখী, ঘড়ি, বিমান ইত্যাদি সহ বিভিন্ন ধরণের খেলনা এবং শো পিস বানাতাম। বৃষ্টির পানিতে সেই সময় কাগজের নৌকা চালানোর চেয়ে বেশী আনন্দ আর কোন খেলায় ছিল আমার জানা নেই। জাপানীরা এই শিল্পে বিশ্ব সেরা। তাদের ভাষায় কাগজের তৈরী এই শিল্পের নাম অরিগামী। যারা এখনো পুরনো খেলাটাকে আবার একটু ঝালাই করে দেখতে চান বা নিজ হাতে বিভিন্ন ধরনের শো পিস বানাতে পছন্দ করেন তাদের জন্য "রবার্ট হারবিন" কাগজ দিয়ে কয়েকশো উপকরণ বানানোর কৌশল নিয়ে একটি বই লিখেছেন।
ডাউনলোড করার জন্য।
http://www.megaupload.com/?d=FT6JCZT0
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।