আমার লেখায় আমি
যে পালক দিয়ে লিখেছিলাম ঠিকানা,
সেই পালক গুলো উড়িয়ে দিলাম অজানায়...
(জেমস - ইচ্ছে পালক)
কেউ খেয়াল করসে কিনা জানি না, আজকের গুলা নিয়া মোট ১০০টা কেলভিন পোস্ট করলাম।
একটা খুব হ্যাপেনিং উইকেন্ড গেলো। শুক্রবার আমার সেভেনে পড়া কাসিনটারে নিয়া নিউমার্কেট গেলাম। ওরে ছবি আকার জিনিষপত্র কিন্না দিতে। পোস্টার কালার, ক্রেয়নস, স্কেচবুক এইসব।
এতো ভাল ছবি আকে ছেলেটা, কিন্তু বাসার পরিবেশ পুরা সিক। পিকাসো ঠিক ই বলে গেছেন "প্রতিটা শিশুই শিল্পী, কিন্তু পরিবার তাদের নষ্ট করে দেয়" ।
আমার লেখা একটা গান, একটা নাটকের গান হিসাবে নির্বাচন করা হইসে। শনিবার গানটার রের্কডিং শুরু হইলো। দুপুর দুইটা পর্যন্ত ওইখানেই।
মালঞ্চতে একটা হেভী লাঞ্চ এর পর গেলাম ঢাকা কলেজ, উদ্দেশ্য "অপারেশন টি শার্ট"। অপারেশন সফল হইসে। আমি ৪১০ টাকায় ৬টা জোঅঅঅসসস টি শার্ট নিয়া ফিরতে পারসি।
আর দিনের সবচেয়ে বড় খবর হইলো, আমি পাঠশালাতে বেসিক ফটোগ্রাফি কোর্সে র্ভতি হইসি। ২ তারিখ থেইকা ক্লাস শুরু...ইয়াআআআআআ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।