দিগন্ত
লাজুক বান্ধবীকে তার আরেক ফাজিল বান্ধবী বিয়ের উপহার পাঠালো । লাজুক বান্ধবী তো ভয়ে অস্হির । কারন সে তার ফাজিল বান্ধবী সম্বন্ধে বেশ ভাল ভাবে অবগত । খুব ভয় করছে কি না কি পাঠিয়েছে এই ভেবে ....
অনেক চিন্তার পরও অবশেষে মনের ভেতর সাহস যুগিয়ে প্যাকেট খুললো। না তার ফাজিল বান্ধবী একটা চিরকুট পাঠিয়েছে আর ইয়া বড় একটা প্যাকেট তাও আবার র্র্যাপিং করা ।
যাই হোক চিরকুটে লেখা ছিল.. "দয়া করে আমার পাঠানো পোষাকটা পড়ে বাসর ঘড়ে যাবি।"
লাজুক বান্ধবী মনের সংশয় দুর করে প্রফুল্ল চিত্তে সবাইকে নিয়ে প্যাকেট খুলতে লাগল । কিন্তু ওমা একি ........
প্যাকেটের মধ্যে তো কিছুই নেই ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।