আমাদের কথা খুঁজে নিন

   

অনিচ্ছাকৃত ফাজলামীর অপরাধে আমি বন্দী

ভাল তোমায় বাসবো বলে বাড়িয়েছিলাম হাত, তোমায় ভেবে সকাল দুপুর সন্ধ্যা বিকেল রাত।

রাত ৮ টা। ১৪ তলা ফ্ল্যাটের ১১ তলা। ডিংডং ২/৩ মিনিট কোন খবর নাই। ডিংডং..ডিংডং ডিংডং..ডিংডং..ডিংডং..ডিংডং রমনীর জট্টিল কণ্ঠ: কে? পুরোপুরি অপ্রস্তুত।

কে আমি?? থতমত খেয়ে: মমমানুষ মধ্যবয়ষ্কার জঙ্গী কণ্ঠ: কোন হারামজাদারে তুই? কুত্থিকা আইছস? ফইজলামির আর জায়গা পাছনা? খারা তুই..... আমি খুব দুর্বল হৃদয়ের মানুষ, কি যে ভুল করলামরে আল্লাহ....ভাবলাম দিব নাকি দৌড়....১১ তলা থেকে নামতে নামতেই তো বেহুশ হয়ে যাব...লিফট গ্রাউন্ড ফ্লোরে......খট করে দরজা খুলল। জঙ্গী মহিলা সামনে, ভোলাভালা ভদ্রলোক পেছনে (জঙ্গীর স্বামী) আমি: আমমার ননাম বাবর.. জঙ্গী মহিলা: ছম্রাট আইছে....এইটা কত ছাল?? ছম্রাট কি আবার জন্মাইছে নি? আছেন ছম্রাট ছাব আফনেরে একটু খাতির করি... ঘটনার আকষ্মিকতায় আমি পুরো বোকা, হা করে তাকিয়ে আছি। মহিলা আমার হাত ধরে টান দিয়ে: ঢুক হারামজাদা....আইজ তোর একদিন কি আমার একদিন.....আইজ আর ছারুমনা তোরে...... আমি: আমমি শিমুলের বন্ধু জঙ্গী: কোন ছিমুলরে? কুথাকার ছিমুল?? আয় হারামজাদা....ভিত্রে ঢুক.... শিমুল আমার স্কুলের বন্ধু। আমরা যখন কলেজে পড়তাম তখন ওরা এই বাসায় থাকতো। ৬ বছর আগে ও দেশের বাইরে চলে যাওয়ার পর আর কোন যোগাযোগ হয়নি।

ঘটনার দিন এক বন্ধু বলল ও নাকি দেশে ফিরেছে। আমি ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দিব। এখন আমি নিজেই সারপ্রাইড। আমার হাত-পাঁ চেয়ারের সাথে বাঁধা। জঙ্গী মহিলা আমার সামনে, ভদ্রলোক সোফায় বসে, কাজের ছেলেটা এবং পাশের বাসার বডিবিল্ডার (যারা আমাকে বেঁধেছে) সোফার পেছনে দাড়িয়ে।

কোকিল কণ্ঠি অসম্ভব সুন্দরী পর্দার আড়ালে, শুধু চেহারা দেখা যায় (সেইরকম, পুরা চাঁদবদন)। আমার মোবাইল সিজ করা হয়েছে। আল্লার রহমতে এখনো পর্যন্ত মাইর দেয়া হয়নি। তবে জঙ্গী চরম ক্ষেপা, যে কোন মুহূর্তে এটাক হতে পারে। ভদ্রলোক মাঝে মাঝে এগিয়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করছেন।

(চলবে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.