মানুষ তো না... আমি জানোয়ার... মানুষ যেদিন হব ফিরে আসব সেইদিন...
তুমি ভালবেসেছিলে বলেই হয়তো_
স্বপ্নে বানিয়েছিলাম হাজার খানেক স্বর্গ__
-- তোমার জন্য....... কোটিখানেক ভালবাসার প্রাসাদ।
তোমার হাত ধরে পেরিয়ে গেছি ভয়াবহ হাবিয়ার আগুন
মুখের পেশী এতটুকু বিকৃত না করে;
চোখের আগুনে ভস্ম করে দিয়েছিলাম,সেই যে,তাকে-
যে তোমাকে টিটকারী ছুঁড়েছিল রাস্তায়!
এইতো সেদিন,
মেঘ পেড়ে তোমায় খাইয়েছিলাম হাওয়াই মিঠাই করে
বিজয় সরনীর মোড়ে!
কিংবা_
তোমায় পিঠে করে সার্ফিং করেছি উত্তাল বঙ্গোপসাগরে
আর-
শুষে নিয়েছি তোমার চিবুকে ছিটকে জমে ওঠা নোনা জল।
জলের তলায় হেঁটে হেঁটে গল্প করেছি-
তুমি-আমি; কামঠ হাঙর আর ডলফিনদের সাথে।
মাছের কাঁটায় জেলীফিস দিয়ে সোয়েটার বুনে দিয়েছিলাম তোমায়।
কী ভয়টাই না পেয়েছিলে- আরেকদিন পিরামিডের চূড়ায়!!
কি আশ্চর্য ; তাই না_
ব্রহ্মান্ড জুড়ে- হাজারো কোটি মাইল স্বপ্ন আমার ভেঙে যায়
টুকরো টুকরো হয়ে....
ছোট্ট বাস্তবের কোন মৃত্যুর ধাক্কায়।
পোস্টটি ২০০৫ এর সেপ্টেম্বরে পৃথিবী ছাড়া আরিফ ভাই আর তার প্রেয়সী মাশহুরা আপুর প্রতি উৎসর্গীকৃত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।