আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই এবং আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু নিতে চাই।
আধুনিক যুগের পড়া-লেখা আজ হয়ে গেছে বাচ্চাদের কাছে পানিসমেন্ট।
তাদের যখন দরকার বাস্তব জ্ঞান তখন তারা ছুটছে এক গাট্টি বই নিয়ে কোচিং-এ কোচিং-এ। হোম ওয়ার্ক শেষ করাতে মা-বাবাও কম যাচ্ছে না।
খুব ভোরে ঘুম থেকে টেনে তুলে দুই রুটি/হাল্কা নাস্তা খাওয়ায়ে চোখ ডলতে ডলতে নিয়ে যাচ্ছে স্কুলে।
মা বেচারিও বসে আড্ডা মারছে অন্য অভিবাবকদের সাথে। ক্লাশ শেষ, এবার যেতে হবে কোচিং-এ। এখানেও মা-বেচারির বড় একটা গ্রুপ তৈরী হয়ে গেছে মাশাআল্লাহ। গপ সপ শেষ হয়ে ওঠেনা তার আগেই কোচিং শেষ। এবার বাসায় যাবার পালা।
এদিকে দুপুর পার হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে রান্না চড়িয়ে খাওয়া দাওয়া শেষ করতেই বিকালে বাসার টিচার এসে হাজির। এই টিচার শুধু কোচিং-এর পড়া মুখস্ত করাবেন। সময় কোন ব্যপার নয় এই টিচারদের কাছে, তাই মাগরিবের ওয়াক্ত পারকরে বিকালের নাস্তা ছাত্র/ছাত্রীর বাসাতেই সারা উত্তম ভাবাতে ছাত্র/ছাত্রীর খেলার টাইম স্বপ্নের সাথে মিলিয়ে যায়। স্যার চলে যাবার পর স্কুলের পড়া তৈরী করাতে ব্যাস্ত হয়ে পড়েন অফিস ফেরত বাবা। মা তখন সিরিয়াল দেখায় ব্যস্ত।
এভাবেই পার হয়ে যায় তার শৈশব কৈশোর। বাস্তব জ্ঞান হয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে। রাস্তায় একা ছেড়ে দিলে ফিরে আসতে পারে না। দোকানে একশত টাকার নোট দিয়ে ২৫ টাকার এক প্যাকেট মসলা আনতে বললে তাকে দোকানদার যে টাকা ফেরত দিয়েছে তা মুঠোয় ভরে মায়ের হাতে দেয়। যদি বলা হয় দোকানদার কত নিল আর কত ফেরত দিল তখন বলতে পারে না।
এসব শিশুদের জ্ঞান শুধু খাতা কলমেই সীমাবদ্ধ। এরা নিজ পায়ে দাড়াতে পারে না এই সব আধুনিক মা-বাবার কারনে। এরা বড়ই পরনির্ভশীল। এদেরকে একা কোথাও ছেড়ে দিলে মা-বাবার ঘুম হারাম হয়ে যায়। আধুনিক বিশ্বের দিকে একটু তাকাই।
ইটালিতে বাচ্চাদের স্কুলে বই পড়ানোর থেকে বাস্তব জ্ঞানভিত্তির পড়ার নিয়মটাই বেশী। যেমন ধরুন এ- মানে এপেল (কমলা), এটা মুখস্ত করানো আগে ওদের এপেল বাগানে নিয়ে যাওয়া হয়। ক্লাশ ফাইভে ওঠার আগে ওদের এতো পরিমানে ভ্রমন করানো হয় যাহা কল্পনাতীত।
আমরা কি পারি না বাস্তবতার আলোকে আমাদের ছেলে মেয়েদের পড়া লেখা করাতে;
সেই দিনের প্রতীক্ষায় আছি।
হেডমাষ্টার.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।