আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুকটা Legal না Illegal

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

এক ছেলে Logic এ ফেল করেছে। সে সাধারণভাবেই খুব আপসেট। অন্য বিষয়ে ভাল নাম্বার আর Logic এ ফেল! সে বিভাগের প্রধান প্রভাষকের কাছে গেল। বলার পর প্রভাষক বললেন, তুমি যেরকম পরীক্ষা দিয়েছো সেরকম্ই নাম্বার পেয়েছো।

ছেলেটা তা মানতেই চায় না। সে প্রভাষককেই বলে বসল, আচ্ছা বলুন তো আপনি Logic জানেন? শিক্ষক বললেন, হ্যা,তা তো জানিই। তা না হলে এতবড় teacher হতে পারতাম? ছেলেটি তখন বলল, তা হলে আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনি তার উত্তর দেবেন। যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে আমাকে পাস করিয়ে দিতে হবে। আপনি কি এতে রাজি? teacher দেখলেন এতটুকু ছেলের কাছে তো আর হারা যায় না, তাই তিনি রাজি হয়ে গেলেন।

ছেলেটি তখন প্রশ্ন করল, আপনি এমন একটি ঘটনা বলুন যেটি Legal কিন্তু Illegal নয়। আবার Illegal কিন্তু Legal নয়। আবার Legal বা Illegal কোনটাই নয়। teacher তো মহা চিন্তায় পড়লেন। শেষে ঘটনাটি বলতে না পেরে ছেলেটিকে পাস করিয়ে দিলেন।

ছেলেটি তখন আনন্দে ফিরে গেল। teacher সারাদিন আপসেট। বিষন্ন মনে তিনি ক্লাসে প্রবেশ করলেন। এক ছাত্র তাকে লক্ষ্য করে বললো, স্যার আপনার আজ কি হয়েছে? teacher সব বর্ণনার পর ছাত্রটি বললো, স্যার আমি এমন একটি ঘটনা বলতে পারি। teacher তখন মুখ উজ্জ্বল করে বললেন, পারবে তুমি? তাহলে বলো।

ছাত্রটি বললো, স্যার আপনার মেয়ের সাথে একটি ছেলে প্রেম করে ঘটনাটি Legal কিন্তু Illegal নয়। আবার আপনার মেয়ে এখন প্রেগন্যান্ট ঘটনাটি Illegal কিন্তু Legal নয়। আর সেই ছেলেটিকেই আপনি এখন পাস করিয়ে দিলেন ঘটনাটি Legal বা Illegal কোনটাই নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।