আমাদের কথা খুঁজে নিন

   

স্থবিরতার মূহুর্ত



স্থবিরতার মূহুর্ত । কিছু কি ঘটবে ? সব চুপচাপ, অনেক বেশি স্থির ,আমিও কেমন যেন একটা; থেমেই গেছি বলে মনে হয়, যেন পানির ভেতরে একটা জল-পোকা হয়ে । পায়ের উপর পা তুলে ভবিতব্য চাল দেয় গুটির , রগ ফুলে ওঠা চোখ লাল বর্তমান ,খুব সুনিশ্চিত পেয়ালায় নিয়ে, চাপা পড়া ক্ষোভের আগুন স্থবির মনে , দেহ নেয়। অভিশপ্ত অনিবার্যতার মতো, পাতা নড়ছে না একটাও, ঝড় আসবে নাকি কে জানে তাহলে কি কিছু ঘটবে ? এবার কি ? প্রেম অথবা হিংস্রতার পদশব্দ শোনার অপেক্ষায় মূক বাতাস , নিরুপায় খোঁজ়ে, নিস্তব্ধতা । তবুও কোনো পূর্বাভাস নাই, সবকিছু শুধু ভয়ানক রকম থেমে আছে ,হয়তো একটা কিছু হবেই, অথবা আর কিছু হবেই না আর কোনো দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।