আহসান জামান
চোখ পড়লেই দৃশ্যরা হাসে
তাই বন্ধচোখে বসে থাকা; রেল-কামরায়
মৃদস্বরে মিনতীর ঝিম-ঘুম আয়োজন চলে।
কয়েকটি ক্ষুদ্রস্মৃতি ভাজ করে রেখে; মাঝপথে, চলে গেছো দূরে।
আমি তার লালন করি রোজ; হন্ততন্ত, হুলুস্থুলবুকে নিয়ে
বারবার জল হয়ে ফিরি একা।
অজানাপুরের ট্রেন, বৈরী-হাওয়ার দোলা;
শ্রাবণ-কান্নারা ডেকে আনে আহত দিনের শ্লোক,
দিন শেষ; শ্রান্ত-তন্দ্রার সন্ধ্যা। ফিরে যেতে যেতে;
সীমিত-পথে ফের ঘুরে দাঁড়ায় - এক অনড় ছায়া;
নিয়তির কাছে মুছে রাখি স্থবিরতার পদাবলী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।