ঠোঁটকাটা যতটা না স্বাস্থ্যগত সমস্যা তার চেয়ে বেশি সামাজিক প্রতিবন্ধকতা। ঠোঁটকাটা ছেলেমেয়েদের পড়াশুনা চালিয়ে যাওয়া, সামাজিক আচার অনুষ্ঠানে যোগদান করা কিংবা বিয়ে দেয়া ইত্যাদি নানাবিধ ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।এ অবস্থা বিচেবনা করে- ডাচ্ বাংলা ব্যাংক প্লাস্টিক সার্জারীর মাধ্যমে চিকিৎসা প্রদান করে ঠোঁটকাটা ছেলেমেয়েদের মুখে হাসি ফিরিয়ে আনতে ২০০৩ সাল থেকে একটি কন্যন্য সাধারণ চিকিৎসা কর্মসূচী গ্রহণ করেছে। ডাচ্ বাংলা ব্যাংক দেশব্যাপী ঠোঁটকাটা ছেলে ও মেয়ে (অনূর্ধ্ব ২০ বছর) যাদের অভিভাবক নিজ খরচে প্লাস্টিক সার্জারী করাতে অসমর্থ তাদের জন্য বিনা খরচে প্লাস্টিক সার্জারীর ব্যবস্থা চালু রেখেছে। অপারেশনের আগে অপারেশনের পরে এ উপলক্ষে, ঠোঁটকাটা ছেলেমেয়েদের জন্য ২০১৩ সালের ১২ থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত ঢাকা জেলার সাভারে অবস্থিত একটি হাসপাতালে প্লাস্টিক সার্জারীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকার সাভারে ব্যাংক কর্তৃক নির্বাচিত হাসপাতালে অপারেশন করাতে ইচ্ছুক ঠোঁটকাটা প্রতিবন্ধী বা তাদের অভিভাবক আগামী ১০ই ফেব্রুয়ারীর মধ্যে ঠোঁটকাটা প্রতিবন্ধীর নাম, বয়স, অভিভাবকের নাম, যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর ও অন্যান্য বিস্তারিত তথ্যসহ দরখাস্ত করতে পারবেন। প্রয়োজনে ০২-৭১১৫৭৭৭, ০২-৭১১০০১৫ ডাচ্ বাংলা ব্যাংক ফাউন্ডেশন সেনা কল্যাণ ভবন (৫ম তলা) ১৯৫, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। তথ্যসূত্রে: অনলাইন ঢাকা গাইড, এরকম আরও আপগ্রেড তথ্য পেতে এখানে ক্লিক করুন। এছাড়াও মানুষের শারীরিক ও মানষিক বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্বন্ধে জানতে এখানে ক্লিক করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।