চীনের হানযৌ ব্রিজটিকে আধুনিক সভ্যতার এক অপার বিস্ময় বলা চলে। বিশ্বজুড়েই প্রাযুক্তিক উৎকর্ষতা ও বাণিজ্যিক ক্ষেত্রে চীনাদের একক আধিপত্য রয়েছে। আর সেতু নির্মাণে চীনারা পিছিয়ে থাকবে তা কী হয়। আর পিছিয়ে না থাকার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই হানযৌ সেতুটি। এটি বিশ্বের দীর্ঘতম ট্রান্স-ওশেনিক ব্রিজ।
সাগরের অলঙ্ঘনীয় বাঁধাকে ডিঙিয়ে চীনের দুটি প্রদেশকে সংযুক্ত করেছে এই ব্রিজ। এর নির্মাণ ছিল দীর্ঘ দশ বছরের নিরবচ্ছিন্ন পরিকল্পনার ফসল। ব্রিজটি ঝুলন্ত তারের ওপর নির্মিত একটি সুপারস্ট্রাকচার। ব্রিজটি জিয়াজিং এবং নিংবো নামক দুটি প্রদেশের সংযোগ মাধ্যম হিসেবে তৈরি করা হয়েছিল। ৩৫,৬৭৩ কি.মি (২২ মাইল) দৈর্ঘ্যের এই ব্রিজটি বিশ্বের দীর্ঘতম ট্রান্স-ওশেনিক ব্রিজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।