আমাদের কথা খুঁজে নিন

   

সদস্য সংখ্যায় সবচেয়ে বড় ও জনপ্রিয়তার শীর্ষে কম্পিউটার গ্রুপ!

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

কম্পিউটার গ্রুপের যাত্র শুরু হয়েছিলো ২৯ শে জানুয়ারি, ২০০৮ এ। সামহোয়্যারইনে গ্রুপ ব্লগিং শুরু হয়েছে তারো বেশ কয়েক মাস আগেই। কিন্তু এর ভেতরেই গ্রুপ ব্লগিংয়ের বিরুদ্ধে একটি গ্রুট গাঁট বেধে নেতিবাচক প্রচার চালাতে শুরু করেছিলো। এই বিরুপ পরিস্থিতির ভেতরেই কম্পিউটার অনুরাগীদের জন্য কম্পিউটার গ্রুপের জন্ম হয়। যথারীতি গ্রুপ ব্লগিং বিরোধীদের অযৌক্তিক আক্রমনের মুখে পড়তে হয়েছে সদ্য জন্ম নেয়া গ্রুপটিকে।

কিন্তু এতসব প্রতিকূলতার মাঝেও প্রতিদিন গড়ে ৩/৪ জন করে যোগ দিতে থাকে এখানে। প্রাথমিক ভাবে কম্পিউটার বিষয়ক লেখকের একটা তীব্র অভাব ছিলো.. এর ভেতরে আরো একটি বড় আপদ হয়ে দাঁড়িয়েছিলো কিছু কিছু ব্লগারের সম্পূর্ন অপ্রাসঙ্গিক পোস্টগুলো। কবিতা থেকে শুরু করে ব্যক্তিগত দিনলিপিও পোস্ট করেছে কেউ কেউ। গ্রুপের মূল উদ্দেশ্য ও লক্ষ্য বহাল রাখতে প্রতিক্ষনই সজাগ থাকতে হয়েছে। মুছে ফেলতে হয়েছে সকল অপ্রাসঙ্গিক পোস্ট।

এই সচেতন প্রয়াস এবং আইটি লেখকদের নিয়মিত আপডেটের কারণেই অবশেষে অনেক দেরীতে শুরু করা গ্রুপটি অনেক পুরোনো গ্রুপকে টপকিয়ে সামহোয়্যারইনের সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ জনবহুল গ্রুপে রুপান্তরিত হয়েছে। এই অবস্থানে আসার পেছনে এর পাঠক ও লেখকদের অবদানই বেশী। সুতরাং তাদের সবাইকে কম্পিউটর গ্রুপের পক্ষ হতে শুভেচ্ছা। গ্রুপ সম্পর্কিত কিছু টেকনিক্যাল তথ্য: # সদস্য: ৩৩৩ জন (কাকতালীয় ভাবে সদস্য সংখ্যাও ৩ ৩ ৩.. ) # পোস্ট: ৪৩১ টি # মন্তব্য: ১০৫৭ টি # সর্বমোট হিট: ৫৯৬২৭ (প্রতিটি স্ট্যাটই সামহোয়্যারইনের বাকী গ্রুপগুলো থেকে বেশী। ) যাই হোক, এই প্রাপ্তি আমাদের সকলের।

তবে যারা এখনো আমাদের সঙ্গী হতে পারেননি তারা এখুনি ক্লিক করুন। ওয়েবে বাংলা ভাষায় কম্পিউটার জ্ঞানকে ছড়িয়ে দিতে আমাদের প্রচেষ্টা অব্যহত থাকবে ইনশাল্লাহ। --- এই পোস্টটা দেয়ার পরেও বেশ কিছু অপ্রাসঙ্গিক পোস্ট হয়েছে গ্রুপে। একজনকে দেখলাম প্রেম পত্র ছাপিয়েছেন... প্রেমপত্রটা যদি ইমেইলে করা হতো তাও কিছুটা বুঝতাম যে কম্পিউটারের বিষয় জড়িত.... সকলকে আবারো অনুরোধ করবো কম্পিউটার গ্রুপে অপ্রাসঙ্গিক পোস্ট না দেয়ার জন্য। ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.