আমাদের কথা খুঁজে নিন

   

ফারুক খান ফ্যান ক্লাব : আপনি সদস্য হন,অন্যকে সদস্য হতে বলুন (রিপোস্ট)



বর্তমান ডিজিটাল সরকারের ডিজি টাল বাণিজ্য মন্ত্রী ফারুক খান। আমি তার ভক্ত। নিয়মিত বোকা জনগনের মধ্যে যারা বাজার করেন তারা সকলেই ফারুক খানের ভীষণ ভক্ত। আপনাকে এবং এই বিশাল ভক্তগোষ্ঠীকে সম্পূর্ণ ডিজিটাল ফরমেটে গিট্টু দিয়ে গঠিত হতে যাচ্ছে ফারুক খান ফ্যান ক্লাব। আপনি সদস্য হন।

অন্যকে সদস্য হতে বলুন। নিয়মিত বাজারে যান এবং অনুভব করুন ফারুক খান আপনার সাথে সাথেই আছেন। তার সম্পর্কে যা জানেন তা অন্যকে বলুন। আমাদের জানান। আপনি ফারুক খান ফ্যান ক্লাবের সদস্য হন এবং ফারুক খানকে আজীবন বানিজ্যমন্ত্রী রাখবার ব্যবস্থা গ্রহনের জন্য ডিজিটাল আন্দোলন গড়ে তুলুন।

ফারুক খান ফ্যান ক্লাবের প্রথম ১০০০ (এক হাজার) সদস্যের জন্যে 'মাইকের সামনে অনবরত অর্থহীন কথা বলার কোর্স'টি সম্পূর্ণ ফ্রি... এবং পরবর্তী ২০০০ (দুই হাজার) জনের জন্য 'অর্থহীন কর্মকান্ড এবং ফাঁকা কথার কৌশল' গ্রন্থটি সম্পূর্ণ ফ্রি। ফারুক খান ফ্যান ক্লাবের ডিজিটাল থিম সং: চিনির দাম বাড়ছে বাড়ুক, বাণিজ্য বোঝে মন্ত্রী ফারুক! তেলের দাম বাড়ছে বাড়ুক, জেগে ঘুমান লক্ষী ফারুক? চালের দাম বাড়ছে বাড়ুক, হাওয়া খাবেন সোনা ফারুক!! ডালের দাম বাড়ছে বাড়ুক, ফেন্সী শুঁকেন বাঁচাল ফারুক??? জনতার কষ্ট বাড়ছে বাড়ুক, টেনশন ফ্রি ডিজিটাল ফারুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.