আমাদের কথা খুঁজে নিন

   

আমি সামুর নয়া সদস্য !

প্রত্যেকের ভেতরেই বাস করে তার অন্য আরেকটি রুপ! আমি আমার অন্তরালের সেই আমিকে প্রকাশ করতে চাই,,

প্রথমেই সামু কতৃপক্ষকে অজস্র ধন্যবাদ ! প্রিয় বাংলা ভাষায় এই ব্লগে আমাদের সুখ-দুঃখের আবেগ-অনুভূতিগুলো প্রকাশের সুযোগ দেয়ার জন্য। সামুতে সময় কাটাতে ভালই লাগে! মাঝে মাঝে কিছু লেখা খুব এনজয় করি। আবার কিছু লেখা বিশেষত রাজনীতি মার্কা,, পড়ে মেজাজটাই খারাপ হয়ে যায় ! বাংলাদেশের মানুষ মনে হয় জন্মগতভাবেই রাজনীতি প্রবণ! আর আমাদের দেশেই রাজনীতির অবস্থা হ-য-ব-র-ল! যাহোক সেদিকে যাবোনা। আমি চাই সামুর রাজনীতিবিদদের লেখাগুলো পরিশীলিত হোক। তা যেন পাঠকদের বিরক্তির কারণ না হয় ! সামুতে এসছি মূলত পাঠক হিসেবেই। তবে কিছু কিছু লিখা পড়ে নিজের মন্তব্য জানাতে খুব ইচ্ছে হয় তাই অনেক দিন পর অবশেষে রেজিষ্ট্রেশন না করে আর পারলাম না! নিজের একান্ত কিছু অনুভূতিও মাঝে মাঝে প্রকাশ করতে ইচ্ছে হয় ! সবকিছু তো আর পাশের মানুষটাকে বলা যায় না! আমার ভেতরেই আমার বাস ছোট্ট এক স্বপ্নময় পৃথিবীতে! সেখানে দিনরাত স্বপ্ন বুনি ! হাসি, কখনো কাঁদি ! কেউ দেখে না ! সেই জগৎটাতে আমি বড্ড একা ! একসময় কারো প্রতিক্ষাতে ছিলাম। কেউ একজন এল ঠিকই ! কিন্তু সে তো সেই নয় অন্য কেউ! যার কাছে আমার সেই আমির ছোট ছোট আনন্দ, কষ্টগুলো নিছক আবেগী খেলা !! আর তাই নিজের কোন কিছুই ভাগ করে নেই না তার সাথে ! তবু ইচ্ছে হয় আমার স্বপ্নগুলো কেউ জানুক, জানুক আমার ব্যথার কথা ! অদেখা কারো মাঝে অনুভূতিগুলো ছড়িয়ে দিয়ে একটু হালকা হোক বুকে কষ্টের পাথরটা ! নিছক কারো পড়ার আশায় নয়। আমি আমার আবেগী কথাগুলো দিয়ে শব্দের জাল বুনতে চাই ! তাই আমিও হলাম সামু পরিবারের একজন! সবাইকে শুভেচ্ছা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.