রায়হান রাইন
১. আত্মরক্ষা
স্বপ্নে দেখলাম অজ্ঞাত এক বন্দুকধারীকে;
খুব কাছ থেকে একজোড়া পাথরের চোখ আমাকে দেখল।
বাবা বললেন, মৃতদের কারো কারো আত্মীয়-স্বজনকে তিনি চেনেন;
তারা আমার মায়ের পাঁজরে দিনরাত দীর্ঘশ্বাস ফেলে।
দেখলাম, কবরের বেড়া ধরে এক বৃদ্ধ চীৎকার করছেন,
সেই চীৎকার-গর্ভে কেউ কি চাইছে ঘুমাতে আরও অন্তত একশোটি বছর?
২. অপদার্থ
গাঙে সাঁতার কেটে গ্রামে এক বাঘ এলো;
জ্বলন্ত আগুন-উজ্জ্বল এক বাঘ;
যে বাড়িতেই যায় পিঁড়ি পেতে বসতে দেয় সবাই।
একবার গরীব কৃষক লাঙল টানিয়ে নিলো,
নিরুপায় বৃদ্ধ মোট বওয়ালো তাকে দিয়ে;
গ্রামান্তের করুণ বেশ্যাটির সঙ্গে তার ভাব।
সে কোনো ধর্ম প্রচারের চেষ্টা করেনি,
মারাও গিয়েছিল অন্য দশটা অপদার্থের মতো!
৩. বিস্মরণ
যখন আমরা ভুলে যাই ছেড়ে আসা কোনো ঘাটের নাম;
কোনো চেনা মুখ যখন কিছুতেই আর মনে পড়ে না;
যখন ভুলে যাই কততমবার অংশ নিচ্ছি শোকমিছিলে;
যখন জল বিস্মৃত হয় তোমার গন্ধ;
যখন গ্রহিতা ভুলে যায় কে তাকে রক্ত দিয়েছিল;
যখন দেয়া হয় না নতুন দুঃখের নাম;
যখন আমরা মনে করতে পারি না শেষবার কবে বেঁচে উঠেছি নিজেদের দেহে
ধসে পড়া কবরের গা থেকে তখন ঝুলে থাকে বরফশাদা একখানা হাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।