যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
দুই বছর আগে অপরবাস্তব প্রকাশের সময় যখন অন্তর্জাল শব্দটা ব্যবহৃত হয় তারও তিন-চার বছর আগে থেকে আমরা অনেকেই শব্দটার সাথে পরিচিত হয়ে উঠেছি। "অন্তর্জাল" নতুন কোন শব্দ নয়। "ষড়যন্ত্রের অন্তর্জালে ডুবে আছে বাংলাদেশের রাজনীতি" - এমন প্রয়োগ সম্ভবত বেশ পুরাতনই। কিন্তু ঠিক কখন থেকে অন্তর্জাল ব্যবহৃত হতে শুরু করলো ইন্টারনেটের বাংলা পরিভাষা হিসাবে, আমার জানা ছিল না।
আজকে প্রথম আলোতে নির্মলেন্দু গুনের একটা বক্তব্য দেখলাম।
তিনি বলেছেন, "আমি মোবাইল ফোনের বাংলা নাম দিয়েছি মুঠোফোন। ... ইন্টারনেট ব্যবহার করে অনেকে। এর বাংলা নাম করেছি অন্তর্জাল। "
মুঠোফোন নির্মলেন্দু গুনের প্রচলিত বলে আগে থেকেই শুনে এসেছি। অন্তর্জালও তার ব্যবহৃত।
ইন্টারনেটের বাংলা হিসাবে অন্তর্জালের ব্যবহার করা হোক সর্বত্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।