বিহঙ্গের উসখুস ডানায় পালকের মাতামাতি,
এই বুঝি নীল আকাশে মুক্তির প্রতিশ্রুতি ।
অথচ এতো শুধুই ভাসমান কোনও একাকীত্ব,
কিংবা বলা যায় শুন্যতার মাঝে একটি অস্তিত্ব ?
অনেকদূর থেকে সহজেই সে শিকারীর দৃষ্টিগত,
তারপর তীর ধনুকের খেলায় অবিরাম ক্ষতবিক্ষত?
রক্তাক্ত ডানায় পালকেরা তখন নিমেষেই বিভক্ত,
শুরু হয় পতনের দীর্ঘ ভ্রমন – ‘শুন্যতায় বিলুপ্ত’ ।
কষ্টের উসখুস তাড়নায় অনুভুতির অত্যুক্তি,
এই বুঝি সপ্নীল পৃথিবীতে চিরমুক্তির প্রতশ্রুতি।
অথচ এতো শুধুই বিলীয়মান এক একাকীত্ব,
কিংবা বলা যায় চিরশুন্যতার পথে এক অস্তিত্ব?
বিহঙ্গের উসখুস ডানায় এখন পালকের আত্মাহুতি,
এক একটি পালক এক একটি শুন্যতার আকুতি ।
শুরু হয় মুক্তির আকাশ থেকে চিরমুক্তির প্রস্তুতি,
একসময় নিস্তেজ ডানায় পালকের মেলে প্রশান্তি।
শিকারীর হৃদয়ের বিষাক্ত হননেচ্ছারা এখন শ্রান্ত,
শুন্যতার অসীম শুন্যতার ভ্রমনে তার মন অভীষিক্ত।
ঠিক তখনই শুরু হল শিকারীর বিবেকের তীব্র কটুক্তি,
নিমেষেই শুরু হয় তোলপাড়, ভয়াবহ শুন্যতার অনুভতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।