আমাদের কথা খুঁজে নিন

   

শুন্যতার রং



সুনিল আকাশের বুক চিরে উড়ে যায় মেঘ কাশবনে বাতাস দিয়ে যায় দোলা কি যেন এক শুন্যতা ভর করে- ভর করে এ শুন্যতা নিয়েই আমার এ পথ চলা। শুন্যতার রং চোখে দেখেছে কি কেউ চোখ মেলে তাকিয়েছে নিঃসীম আধারে? বিষাদের রং মেশা আধারের রং- আধারের রং সেই রং শুন্যতার আমি দেখেছি বারেবারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।