আমাদের কথা খুঁজে নিন

   

শুন্যতার কান্না

আমি খুব সাধারণ একজন মানুষ । একটু অন্তর্মুখী, নিজের মনের নিভৃত কোণেই বড্ড বেশি বিচরণ আমার । ভালবাসি সাহিত্যের খোলা পাতা, ভালবাসি প্রযুক্তির আঙ্গিনা আর ভালবাসি প্রাণের স্পন্দন । ফেসবুকে আমিঃ http://facebook.com/rupkotharkabbik শুনতে কি পাও এই হৃদয়ের নিঃশব্দ হাহাকার, নাকি আমার জন্য ঐ মনে আর জায়গা নেই! এই তো সেদিন যখন আমার ডাকে ঘুম ভাঙত তোমার ঘুমিয়ে পড়তে আমার কোমল স্পর্শে ... কিছুই বোধ হয় মনে নেই তোমার । মনে পড়ে, হাতে হাত রেখে কেটেছে কতটা রাত, ঐ নিঃসীম আকাশের দিকে তাকিয়ে কত স্বপ্নের জাল বোনা কিংবা চোখে চোখ রেখে করা অন্তহীন ভালবাসার গল্প । জানি, সে তোমার মনে নেই... আজ আমি তোমার কাছে মৃতা । অথচ এই তুমি কথা দিয়েছিলে... প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়েছিলে আমার হৃদয়ের দুকূল ক্ষণিক আবেগের স্নিগ্ধ মোহে ছুঁয়ে দিয়েছিলে আমায় অথচ আজ.... আজ আমি তোমার কাছে মৃতা । বেশ! মৃতা হয়েই বাঁচতে চাই ঐ হৃদয়ে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।